Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ডায়মন্ড হারবারে ‘ডক্টরস সামিট-২০২৪’, প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামী ৩০ নভেম্বর, শনিবার বিকেল তিনটেয় ‘হেলথ ফর অল’ শীর্ষক কর্মসূচি পালিত হবে আমতলা সমন্বয় অডিটোরিয়ামে।

Abhishek Banerjee will address in Doctors Meet 2024 in Diamond Harbour
Published by: Sucheta Sengupta
  • Posted:November 15, 2024 5:48 pm
  • Updated:November 15, 2024 5:57 pm  

কৃষ্ণকুমার দাস: আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে ‘ডক্টরস সামিট-২০২৪’ হচ্ছে ডায়মন্ড হারবারের আমতলায়। আগামী ৩০ নভেম্বর, শনিবার বিকেল তিনটায় ‘হেলথ ফর অল’ শীর্ষক কর্মসূচি পালিত হবে সমন্বয় অডিটোরিয়ামে। সভার প্রধান বক্তা, স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। ইতিমধ্যে দুই ডাক্তারের নাম দিয়ে ওই কর্মসূচির প্রচার শুরু হয়েছে। একটি ডিজিটাল কার্ডের একদিকে ‘ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশন’-এর ধাঁচে একটি লোগো যেমন আছে, ঠিক তেমনই ডানদিকে অভিষেকের ছবিও রয়েছে।

‘অভয়া’ কাণ্ডের ৯৫ দিন পূর্ণ হওয়ার পর এই প্রথম চিকিৎসকদের নিয়ে এত বড়মাপে কর্মসূচি। আর তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের কোনও শীর্ষস্তরের নেতার অংশগ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ বলে উদ্যোক্তারা প্রচার শুরু করেছেন। স্বভাবতই ৩০ নভেম্বর ডাক্তারদের ওই সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বক্তব্য রাখেন, সেদিকে যেমন নজর থাকবে তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে, তেমনই বিরোধী দলের তরফেও কৌতূহল রয়েছে অভিষেকের এই কর্মসূচি ঘিরে। রাজ্যের সমস্ত জেলা থেকেই ডাক্তাররা আমতলার ওই ‘ডক্টরস সামিট’-এ আসবেন বলে দাবি। আগেই অভিষেক জানিয়েছিলেন, এবার তাঁর সংসদীয় এলাকায় আর ক্রিকেট টুর্নামেন্ট নয়, হবে স্বাস্থ্যশিবির। তার প্রস্তুতিও নেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় নেতৃত্বকে। এবার ‘ডক্টরস সামিট’-এর মতো বড়সড় কর্মসূচির প্রচার থেকেই স্পষ্ট, ডাক্তারদের সঙ্গে জনসংযোগেও মন দিচ্ছে তৃণমূল।

Advertisement

বৃহস্পতিবার ওই কমর্সূচির ‘থিম সং’ রিলিজ করা হয়েছে। সেই থিম সঙে বলা হচ্ছে – ‘‘গরিবের ভগবান, নারীদের সম্মান, তোমার সাথে জড়িয়ে/ বিপদের সেদিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছ দুহাত বাড়িয়ে। সহস্র এ লড়াই লড়ে গেছ চুপ করে, নতুন সে দিনের খোঁজে/বাংলা তোমার হাতে সুরক্ষিত জানি, হারবে না তুমি সহজে। সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন/এগিয়ে চলার সাহস হয়ে…। তুমি অভিষেক, সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম/ বাংলার যুবরাজ, আজ তোমায় জানাই সেলাম।’’ মূলত দলের ছাত্র ও যুব নেতৃত্বের মাধ‌্যমে হোয়াটসঅ‌্যাপে এই ‘ই-কার্ড’ ও থিম সং ছড়িয়ে দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement