দেবব্রত মণ্ডল, বারুইপুর: টানা দিন কয়েক ধরে উত্তপ্ত ভাঙড়। এবার সেই ভাঙড় নিয়ে খোঁজ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বললেন শওকত মোল্লার সঙ্গে। শান্তিতে নির্বাচন মেটানোর বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে বিরোধীদের অশান্তির কারসাজির দিকেও কড়া নজর রাখার নির্দেশ দেন দলীয় নেতৃত্বকে।
মঙ্গলবার ভাঙড়ে নবজোয়ার কর্মসূচি ছিল তৃণমূলের। রাতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানেই ভাঙড়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চান অভিষেক। শওকত মোল্লার সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেন। জানিয়ে দেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া করতে হবে। মনোনয়নপত্র জমা যাতে ঠিকমতো হয়, সেই বার্তাও দিয়েছেন।
বিরোধীদের নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিরোধীরা কী করছে, কোথায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে, সেদিকে নজর রাখতে বলেছেন তিনি। আইএসএফ বোমা, গুলি কোথায় কীভাবে জড়ো করছে, সেই তথ্য জেলা নেতৃত্বের তরফে অভিষেককে জানানো হয়েছে। পুলিশকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সবমিলিয়ে ভাঙড়ে ভোটে রক্ত ঝরা আটকাতে মরিয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.