Advertisement
Advertisement
Abhishek Banerjee

ঝড়ের তাণ্ডবে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক

কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৪। প্রচার থামিয়ে হাসপাতালে জখমদের সঙ্গে দেখা করলেন তৃণমূল প্রার্থী।

Abhishek Banerjee to visits Jalpaiguri Medical College to meet those affected by the cyclone
Published by: Sayani Sen
  • Posted:March 31, 2024 7:13 pm
  • Updated:March 31, 2024 7:41 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৪। আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ি (Jalpaiguri) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে জখমদের সঙ্গে দেখা করার কথা তাঁর। প্রচার বন্ধ করে হাসপাতালে জখমদের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী ‘মাস্টারমশাই’ নির্মলচন্দ্র রায়।

Nirmal-Chandra-Roy

Advertisement

শোকপ্রকাশ করে X হ্যান্ডেলে মমতা লেখেন, “ঝড়বৃষ্টিতে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বীভৎস পরিস্থিতি। প্রাণ গিয়েছে বহু। জখমও হয়েছেন অনেকে। ভেঙেছে ঘরবাড়ি। উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। জেলা, ব্লক প্রশাসন, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়। দুর্গতদের উদ্ধারের কাজ শুরু করে। বিপর্যস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে আহতদের পরিবারের জন্য যথোপযুক্ত ব্যবস্থাপনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। প্রশাসনের তরফেও ত্রাণের বন্দোবস্ত করা হবে।”

[আরও পড়ুন: মাত্র ১০ লাখে দুই বেডরুমের ফ্ল্যাট গার্ডেনরিচে! তদন্তে নেমে চক্ষু চড়কগাছ আধিকারিকদের]

রবিবার বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব শুরু হয়। এদিন ঘন্টায় অন্তত ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায় বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের পাশাপাশি ছিল শিলাবৃষ্টিও হয়।

Rain

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির রাজারহাট, বার্নিশ, বাকালি, জোরপাকড়ি, মাধবডাঙা, সাপ্টিবাড়ি গ্রামে। প্রাণ হারান অন্তত পক্ষে ৪ জন। প্রচুর পাকাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Jalpaiguri Storm

চাল উড়েছে কয়েক হাজার বাড়ির। গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে জখম শতাধিক। বিঘার পর বিঘা ভুট্টা, বেগুন, ফুলকপি, বাধাকপি, টমেটো, লঙ্কা খেত তছনছ হয়েছে। শিলের আঘাতে জখম হন প্রচুর পথচারী। জলপাইগুড়ির মহকুমা শাসক তমোজিত চক্রবর্তী বলেন, “বিপর্যয় মোকাবিলা দলকেও কাজে লাগানো হয়েছে। বিভিন্ন সংগঠনের তরফে হেল্পডেস্ক খোলা হয়েছে।”

[আরও পড়ুন: নিঃসন্তান মহিলাকে দিনরাত গঞ্জনা! শাশুড়িকে ‘খুন’ করে আত্মসমর্পণ গৃহবধূর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement