জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নদিয়া হয়ে বনগাঁয় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা তাঁর। আর তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। মতুয়া ভোটারদের মন পেতে অভিষেক ঠাকুরনগরে আসছেন বলেই মত বিজেপির৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে বলেই মানতে নারাজ ঘাসফুল শিবির।
শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ গাইঘাটার হাঁসপুর থেকে অভিষেক ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করবেন। সেখান থেকে জলেশ্বর হয়ে যশোর রোড ধরে গাইঘাটা মোড়ে যাবেন। জলেশ্বর শিবমন্দিরে পুজো দেওয়ার কথা। মন্দির কর্তৃপক্ষ পুজোর ডালা প্রস্তুত করে রেখেছেন ইতিমধ্যেই৷ গাইঘাটা মোড় থেকে যশোর রোড ধরে চাঁদপাড়ায় রোড শো করবেন৷ রামচন্দ্রপুরে রাত্রিনিবাস৷ রবিবার দুপুরে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার কথা তাঁর৷ হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন৷ বড়মা বীণাপাণি দেবীর ঘরেও যাবেন। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক৷
বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটের লক্ষ্যে মতুয়া ভোটারদের মন পেতে অভিষেক ঠাকুরনগরে আসছেন৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। বলেন, “ঠাকুর বাড়ি আমাদের কাছে আবেগ৷ বীণাপাণি দেবীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মেয়ের সম্পর্ক৷ মতুয়াদের উন্নয়ন তৃণমূলই করেছে৷ তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷
এদিকে, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি ঘিরে বনগাঁ সাংগঠনিক জেলাজুড়ে সাজো সাজো রব৷ বনগাঁর বিভিন্ন এলাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তোরণে মুড়ে ফেলা হয়েছে৷ অভিষেক যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ পুলিশ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.