সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ২০ দিনে দু’হাজার কিলোমিটার পথ পাড়ি। চড়া রোদ, কাঠফাটা গরমে লাগাতার জনসংযোগ, সাংগাঠনিক বৈঠক,হাসিমুখে অভাব অভিযোগ শোনা। মাঝে একদিনও বিশ্রাম নেননি। অবশেষে এবার ‘নবজোয়ার’ যাত্রার ২২ দিন পর বুধবার গোটাদিন দুর্গাপুরে বিশ্রাম নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যা গত তিন সপ্তাহে প্রথমবার।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্রাম নেবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আগামী ১৬ মে পশ্চিম বর্ধমান জেলায় ‘নবজোয়ার’ কর্মসূচিতে আসছেন অভিষেক। পশ্চিম বর্ধমান জেলার পানাগড় গুরুদ্বার থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি করার পর দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে অধিবেশনে যোগ দেবেন। সেখানেই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের নির্বাচন হবে। পরের দিন ১৭ মে ওখানেই একদিনের জন্য বিশ্রাম নেবেন তিনি।
শনিবার চিত্রালয়ের মেলা ময়দানে সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা তৃণমূল নেতৃত্ব ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। অধিবেশনের সময় মাঠে যাতে কোনওরকম বিশৃঙ্খলাল সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানায় জেলা নেতৃত্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.