Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘মমতা থাকতে রাজ্য ভাগ হবে না, পুরোটাই পশ্চিমবঙ্গ’, জলপাইগুড়ি থেকে হুঙ্কার অভিষেকের

বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক।

Abhishek Banerjee slams the idea of 'North Bengal' from Jalpaiguri meeting | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 12, 2022 3:29 pm
  • Updated:July 12, 2022 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতারা বারবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি করেছেন। মঙ্গলবার ধুপগুড়ির সভা থেকে সেই ইস্যুতেই বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা ভাগ হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। পুরোটাই পশ্চিমবঙ্গ।”

সোমবার সন্ধেয় শিলিগুড়ি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার জলপাইগুড়ির ধুপগুড়ি পুরসভার ফুটবল মাঠে কর্মিসভা করেন তিনি। সেখানেই বাংলা ভাগ প্রসঙ্গে বিজেপিকে তুলোধোনা করেন অভিষেক। বলেন, “অনেকে বলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। কীসের উত্তরবঙ্গ? এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, কোনওদিন ছিলও না।” এরপরই সাংসদ বলেন, “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদন রাজ্য ভাগ হবে না। বাংলা একটাই, সেটা পশ্চিমবঙ্গ। অনুরোধ করছি, কেউ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলবেন না।”

Advertisement

[আরও পড়ুন: শ্মশানে দুর্নীতি: নোটিস শুভেন্দুর দাদা ও ভ্রাতৃবধূকে, গ্রেপ্তার সৌমেন্দু অধিকারীর প্রাক্তন গাড়ির চালক]

এদিনের সভা থেকে সরাসরি বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “ক্ষমতা থাকলে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করে দেখান।” বাংলাকে ভাগ করার দাবি পুরোটাই চক্রান্ত বলেও দাবি করেন অভিষেক। এছাড়াও একাধিক ইস্যুতে বিজেপিতে আক্রমণ করেন তিনি। নাম বদল নিয়ে সমস্যার কারণে একাধিক প্রকল্পের টাকা আটকে দিয়েছে কেন্দ্র, এই অভিযোগ বারবার উঠেছে। তা নিয়ে এদিন অভিষেক প্রশ্ন করেন, “যে প্রকল্পটা বাংলায় চলছে, তা কেন বাংলা আবাস যোজনা হবে না?”  পাশাপাশি তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী কেন্দ্রের টাকার অপেক্ষা করেন না, মানুষের জন্য যা করার তিনি করবেন।”

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ধুপগুড়ির দোমহনী এলাকার একটি কালীমন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে পুজো দেন। তারপর সেখান থেকে এলাকার বাজার পরিদর্শনে যান সাংসদ। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগ জানতে চান। তারপর কর্মিসভায় যোগ দেন। আজই কলকাতা ফিরবেন অভিষেক।

[আরও পড়ুন: দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ দোমহনী বাজারের কাজ, অভিযোগ পেয়েই জেলা পরিষদের সভাপতিকে ধমক অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement