Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ED’র বাজেয়াপ্ত টাকা ফেরাবেন মোদি, মাথাপিছু কত করে? হিসাব বুঝিয়ে ‘জুমলা’ তোপ অভিষেকের

রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অভিযান চালাচ্ছে। বাজেয়াপ্ত হচ্ছে কোটি-কোটি টাকা। দিন কয়েক আগে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Abhishek Banerjee slams PM Modi
Published by: Paramita Paul
  • Posted:March 30, 2024 4:01 pm
  • Updated:March 30, 2024 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অভিযান চালাচ্ছে। বাজেয়াপ্ত হচ্ছে কোটি-কোটি টাকা। দিন কয়েক আগে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাজ্যের একাধিক দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। মোদির সেই প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বা ‘ভাঁওতা’ বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও মথুরাপুরের জনসভায় দাঁড়িয়ে শনিবার তাঁর দাবি, শুধু এ রাজ্য নয়, প্রধানমন্ত্রী কেরল-তামিলনাড়ুর দলীয় প্রার্থীদের ফোন করেও একই প্রতিশ্রুতি দিয়েছেন। অভিষেকের দেওয়া হিসাব অনুযায়ী, ইডির বাজেয়াপ্ত টাকা ফেরালে দেশবাসী মাথাপিছু ২১ টাকা করে পাবেন। এই সামান্য টাকার বিনিময়ে ‘ভাঁওতাবাজ’ বিজেপি ৫ বছরের ভোট চাইছে, খোঁচা অভিষেকের।

প্রার্থী তালিকা ঘোষণার পরই কৃষ্ণনগরে দলীয় মহিলা প্রার্থীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। ফোনালাপে ইডির বাজেয়াপ্ত অর্থ ফেরানো নিয়ে কথা হয়। মোদি বলেছিলেন, “অমৃতাজি আমি আপনাকে একটা কথা বলি। আমি আইনি পরামর্শ নিচ্ছি। বাংলায় ইডির লোকেরা প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা গরিব মানুষের টাকা।” মোদি জানান, নতুন সরকার তৈরি হওয়ার পর একটা আইনি ব্যবস্থা হবে, যাতে গরিব মানুষের থেকে লুট করা টাকা ফেরানো যায়। পুরো বিষয়টিকেই ‘জুমলা’ বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

[আরও পড়ুন: ‘ছাপরির বউ ছাপরি’, হার্দিকের ‘দুর্দিনে’ নেটিজেনদের কটাক্ষের শিকার স্ত্রী নাতাশা]

শনিবার মথুরাপুরের জনসভা থেকে অভিষেক বলেন, দুদিন আগে দেশের প্রধানমন্ত্রী বিজেপির এক প্রার্থীকে ফোন করে বলেছিলেন, “ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন, ৩ হাজার কোটি টাকা। এই টাকা ফেরত দিতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।” এর পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, “শুধু বাংলা নয়, তামিলনাড়ুর এক দলীয় অধ্যাপক প্রার্থীকে ফোন করেও একই প্রতিশ্রুতি দিয়েছেন।” হিসাব দিয়ে তাঁর দাবি, “একই টাকা উনি বাংলায় ফেরত দেবেন, তামিলনাড়ুতে ফেরত দেবেন, কেরলেও ফেরত দেবেন। সারা ভারতবর্ষে ফেরত দেবেন। গোটা দেশের জনসংখ্যা ১৪০ কোটি। ৩ হাজার কোটি টাকা ফেরত দিলে, প্রত্যেকে পাবেন ২১ টাকা ৩০ পয়সা। ২২ টাকাই ধরুন।” এর পরই অভিষেকের খোঁচা, “কত বড় দুনম্বরি ভাবুন, ২২ টাকা দিয়ে ৫ বছরের জন্য় ভোট চাইছেন মোদি! মানুষকে কতটা দুর্বল ভাবছে ওরা!” এ প্রসঙ্গে বলতে গিয়ে সারদা তদন্তের কথাও উল্লেখ করেন। অভিষেক প্রশ্ন, “১০ বছর ধরে তো সারদা কেলেঙ্কারির তদন্ত হচ্ছে, এক টাকাও ফেরত পেয়েছেন?” একইসঙ্গে দলীয় কর্মীদের তাঁর পরামর্শ, “এই জুমলা নিয়ে গ্রামে-গ্রামে প্রচার করতে হবে।”

[আরও পড়ুন: ভোটের আগে খাস কলকাতা থেকে উদ্ধার ৮২ লাখ টাকার সোনা, গ্রেপ্তার ৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement