সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। করণদিঘিতে ‘জনসংযোগ যাত্রা’র মঞ্চ থেকে তিনি ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্বের প্রসঙ্গ উল্লেখ করে ১০০ দিনের কাজের (MGNREGA) টাকা আটকে রাখা নিয়ে কটাক্ষ করলেন। অভিষেকের মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী মন কি বাত-এর ১০০ পর্ব সম্পন্ন করতে পারেন, কিন্তু তিনি ১০০ দিনের কাজের জন্য বকেয়া টাকা প্রদান করতে অক্ষম। ১০০ দিনের কাজের টাকা নিয়ে তো একটি শব্দও আপনি খরচ করেননি।”
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর শততম পর্ব উদযাপন করেছেন। বিশেষ অনুষ্ঠানও হয়েছে এই দিনটিতে। তার পরেরদিনই অনুষ্ঠানের ১০০ পর্বের কথা তুলে ধরে খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘জনসংযোগ যাত্রা’য় নেমে এই মুহূর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন তিনি। সোমবার প্রথম জনসভাটি করেন করণদিঘিতে। সেই মঞ্চ থেকেই অভিষেক বলেন, ”মানুষ পাচ্ছে না রুটি-ভাত/ আর আপনি করছেন মন কি বাত?” এ প্রসঙ্গে তিনি ফের অভিযোগে সরব হন। বলেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার মাটিতে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ১০০ তম ‘মন কি বাত’-এ ১০০ দিনের টাকার প্রসঙ্গই উঠল না কেন? এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
করণদিঘির পর এদিন রায়গঞ্জে সভা করেন অভিষেক। কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও রাজবংশী যুবকের মৃত্যু নিয়েও এদিন সরব হন তিনি। তাঁর অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি করে বিজেপি। যেখানেই কোনও মৃত্যু ঘটে, তখনই তারা রাজনীতি করতে নেমে পড়ে। তাৎপর্যপূর্ণভাবে কর্ণজোড়া ফুটবল স্টেডিয়ামে অভিষেকের এদিনের সভায় হাজির ছিলেন জেলার দলবদলকারী দুই বিধায়ক। ছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়। তাঁরা এদিন সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টতই জানান, বিজেপি উত্তর দিনাজপুরের উন্নয়নে কোনও কাজ করেনি। তাই তাঁরা উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.