সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার বাতিল নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার আধার ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “আধার বাতিল বিজেপির দম্ভের প্রতীক। ইচ্ছে হলেই আধার বাতিল করব, টাকা আটকাবো! এগুলো কারও পৈত্রিক সম্পত্তি নয়।”
গত কয়েকদিন ধরে চর্চায় আধার বাতিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা বিগত কিছুদিনে কেন্দ্রের তরফে আধার বাতিলের চিঠি পেয়েছে। তা নিয়ে বিতর্কও কম হয়নি। বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। বিকল্প কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যেই বহু বাতিল আধার পুনরায় চালু হয়েছে। এই পরিস্থিতিতে আধার বাতিল নিয়ে মহেশতলা থেকে বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিষেকের কথায়, “ইচ্ছে হলেই আধার বাতিল করব, টাকা আটকাবো এগুলো হয় না। কারও পৈত্রিক সম্পত্তি নাকি!” তৃণমূল নেতার কথায়, এভাবে আধার বাতিল করে দম্ভের পরিচয় দিচ্ছে বিজেপি। ক্ষমতা দেখানোর চেষ্টা করা হচ্ছে। যা বাংলার মানুষ ভালোভাবে নেবে না। প্রসঙ্গত, ইতিমধ্যেই আধারের বিকল্প কার্ড দিতে পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। সেখানে অভিযোগ জানাতে পারছেন রাজ্যের বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.