Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘৩৫০ ঘণ্টা পার, কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দের শ্বেতপত্র কই?’ অভিষেকের আক্রমণে কী বলল বিজেপি?

গত ১৪ মার্চ বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।

Abhishek Banerjee slams BJP on central dues issue

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 28, 2024 9:12 pm
  • Updated:March 28, 2024 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একশো দিনের কাজ এবং আবাস যোজনায় বাংলার জন্য কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্র? মুখোমুখি বসে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ৩৫০ ঘণ্টা কেটে গেলেও সেই হিসাব দেননি গেরুয়া শিবিরের কেউ। সেই ইস্যুতে ফের X হ্যান্ডেলে খোঁচা তৃণমূল নেতার। পালটা জবাব দিল বিজেপিও।

বৃহস্পতিবার X হ্যান্ডেলে বিজেপিকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, “প্রায় দুসপ্তাহ। ৩৫০ ঘণ্টা হয়ে গেল। কিন্তু বিজেপি এখনও আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশে আমার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে এল না। বাংলা অপেক্ষা করছে। শুধু সঠিক হিসাব চায় আর কিছুই নয়।”

Advertisement

[আরও পড়ুন: ‘ঘরের বউ হলে ধোলাই দিত’, দিলীপের সমালোচনা করতে গিয়ে ‘বেলাগাম’ তৃণমূল বিধায়ক]

উল্লেখ্য, গত ১৪ মার্চ, জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে নির্বাচনী সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে বিজেপিকে এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে একহাত নেন। দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকী ‘ওয়ান টু ওয়ান’ তর্ক যুদ্ধে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেতা।

ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজ্য বিজেপি। X হ্যান্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে গেরুয়া শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তর্কযুদ্ধে বসার জন্য সুবিধামতো স্থান ও সময় জানানোর কথা বলা হয়। বিজেপি যুব মোর্চার কোনও এক কর্মী বিতর্কে যোগ দেবেন বলেই উল্লেখ করা হয়। ওই বিজ্ঞাপন-সহ বিজেপির পোস্টটি রিপোস্ট করেন অভিষেক। ওইদিন ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে দেখা করার কথা বলেন। তবে চ্যালেঞ্জ গ্রহণের পরেও ময়নাগুড়ির সভায় তো দূর বৃহস্পতিবারও বিজেপির কোনও প্রতিনিধিই হিসাবনিকেশ দেননি।

বলা বাহুল্য লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। যদিও সেসবে কান দিতেই নারাজ বিরোধী বিজেপি। অভিষেকের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জে পালটা খোঁচা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের। তিনি বলেন, “আমি যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জমা দিন। দেবেন মুখ্যমন্ত্রী? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন শ্বেতপত্র প্রকাশের। একথা তো রাজ্য সরকারের সচিবেরা কেন্দ্র সরকারকে বলতে পারতেন।” 

[আরও পড়ুন: মমতার মৃত্যু কামনা! বিতর্কিত মন্তব্য নিয়ে কী সাফাই দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement