Advertisement
Advertisement
Abhishek Banerjee

ভোটে জিততে টাকা ছড়াচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো! বিস্ফোরক অভিষেক

তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা ছিল অভিষেকের।

Abhishek Banerjee slams BJP candidate in Purulia

পুরুলিয়ায় ভোটপ্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:May 14, 2024 5:55 pm
  • Updated:May 14, 2024 6:11 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোটে জিততে টাকা ছড়াচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো! পুরুলিয়ায় প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কিছুদিন আগে পুরুলিয়ার ১ ব্লকে টাকা ছড়িয়েছে বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠরা। ভোটের সময় টাকা দিতে পারলে, ১০০ দিনের টাকা আটকে রেখেছেন কেন, প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)।

পুরুলিয়ার ঝালদার তুলিন ইউনাইটেড গ্রাউন্ডে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা ছিল অভিষেকের। সেখান থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, “এখানে এসে খবর পেলাম কিছুদিন আগে পুরুলিয়ার ১ নম্বর ব্লকে জ্যোতির্ময়ের হয়ে কিছু লোক টাকা ছড়াচ্ছে। বলছে ভোট করাতে হবে।” এর পরই তাঁর প্রশ্ন, এতদিন গরিব লোকগুলোর ১০০ দিনের টাকা আটকে রেখে ভোটের সময় টাকা বিলি করতে এসেছে। অভিষেকের পরামর্শ, টাকা দিলে নিয়ে নিন, কিন্তু ভোট দেবেন তৃণমূলকে।

Advertisement

[আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের FIR মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত]

শুধু ১০০ দিনের কাজ নয়, তফসিলি উপজাতি মর্যাদা থেকেও কুড়মি সমাজকে বঞ্চিত করেছে বিজেপি, এমনই দাবি অভিষেকের। তাঁর আরও দাবি, “অর্ডিন্যান্স পাশ করে ইডি ডিরেক্টরের মেয়াদ তিনবার বাড়িয়েছে বিজেপি। অর্ডিন্যান্স পাশ করে কেন তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া যাচ্ছে না?”

[আরও পড়ুন: কাঁথিতে বিজেপির প্রতিদ্বন্দ্বী বিজেপিই! আদি-নব্য কাঁটা চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement