Advertisement
Advertisement

Breaking News

Sandeshkhali

‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী

'এই দলে গুন্ডামি চলবে না', পার্থ ভৌমিকের মাধ্যমে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেচমন্ত্রী জানালেন, নোনা জল যেসব জায়গা দিয়ে জমিতে ঢুকছে, সেসব রাস্তা বন্ধ করে দিতে হবে।

Abhishek Banerjee sends strong messege regarding returns of grabbed lands at Sandeshkhali | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 24, 2024 5:38 pm
  • Updated:February 24, 2024 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সন্দেশখালি ইস্য়ু নিয়ে ফের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  শনিবার সন্দেশখালি (Sandeshkhali) যাওয়া দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুর মাধ্যমে জমি ফেরত নিয়ে কড়া বার্তা পাঠালেন তিনি।  সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) জানান যে সন্দেশখালিতে জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে অভিষেক অত্যন্ত কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, কেউ অন্য কারও জমি নিয়ে থাকলে ফেরত দিতেই হবে।  এই দলে গুন্ডামি চলবে না। 

উত্তপ্ত সন্দেশখালিতে যেতে গিয়ে বার বার পুলিশি বাধার মুখে পড়ছেন বিরোধী দলের নেতানেত্রীরা। শনিবারও ঘুরপথে বাম যুব সংগঠনের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাঁকে মাঝেরপাড়ায় আটকে দেয। তবে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ও পার্থ ভৌমিক এদিন ঢুকলেন সন্দেশখালির তপ্ত এলাাকায়। গ্রাম ঘুরে ঘুরে সকলের সঙ্গে কথা বললেন তাঁরা। আর তার পরই মেনে নিলেন জমি দখল সংক্রান্ত সমস্ত অভিযোগ। আর বাতলে দিলেন সমাধান। মন্ত্রীরা জানালেন, জমিতে যে পথে নোনা জল ঢোকে, সেসব রাস্তা বন্ধ করে দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: কবে কার্যকর হবে নয়া দণ্ডসংহিতা আইন? লোকসভার আগে বড়সড় ঘোষণা কেন্দ্রের]

তৃণমূল নেতা শেখ শাহজাহান (Shahjahan Sheikh) ও তাঁর দলবলের বিরুদ্ধে এলাকার সমস্ত জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, চাষের জমিগুলি দখল করে ভেড়ি তৈরি হওয়ায় নোনা জলে ভরে গিয়েছে জমি। পরবর্তীতে সেখানে আর চাষ হচ্ছে না। তাই জমি ফেরানোর উদ্যোগে বিশেষ আশ্বস্ত হচ্ছেন না স্থানীয়রা। সন্দেশখালির সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের পাহাড় গড়ে ওঠায় প্রশাসনও এসব গুরুত্ব দিয়ে দেখছে। একদিকে, ক্যাম্প করে পুলিশ স্থানীয়দের অভিযোগ শুনে নথিভুক্ত করা হয়েছে। সূত্রের খবর, শাহজাহানের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ ওঠায় দখল হয়ে যাওয়া জমির পরিপ্রেক্ষিতে কয়েকজনকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়াও হয়েছে তৃণমূলের তরফে।

সন্দেশখালিতে দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। ছবি: সোশাল মিডিয়া।

[আরও পড়ুন: ‘ডার্ক ওয়েবে অবৈধ লীলা খেলা চালায় সুপারস্টাররা! কেন্দ্র পদক্ষেপ করুক’, কঙ্গনার নিশানায় কারা?]

তবে এবার সন্দেশখালি গিয়ে জমি দখলের অভিযোগ মেনে নিলেন মন্ত্রীরা। পার্থ ভৌমিকের কথায়, ”এতদিন অভিযোগ আসেনি। এখন অভিযোগ পেয়ে আমরা খতিয়ে দেখলাম। নোনা জল যেসব জায়গা দিয়ে জমিতে ঢুকছে, সেসব রাস্তা বন্ধ করে দিতে হবে। চাষের জমি এভাবে নষ্ট হয়েছে। আমরা দেখছি, কতটা কী করা যায়।” সুজিত বসু বলেন, ”অভিযোগ উঠলে তার ব্যবস্থা হবে। দল, প্রশাসন সবাই সব অভিযোগ খতিয়ে দেখছে। পুলিশও আছে। অন্যায় করলে শাস্তি হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement