Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘আমার অফিসে এসেছিলেন, তৃণমূলে ঢুকতে দিইনি’, ঘাটাল থেকে হিরণকে খোঁচা অভিষেকের

দীর্ঘদিন ধরেই হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল নিয়ে কানাঘুষো চলছিল রাজনৈতিক মহলে।

Abhishek Banerjee says he did not allow Hiran to join TMC
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 7, 2024 7:48 pm
  • Updated:April 7, 2024 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল নিয়ে কানাঘুষো চলছে রাজনৈতিক মহলে। একটা সময়ে শোনা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে ক্যামাকস্ট্রিটের অফিসে গিয়ে দেখা করেছিলেন। অজিত মাইতির সঙ্গে হিরণের একটি ছবিও প্রকাশ্যে এসেছিল। এবার হিরণকে নিয়ে একই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার ঘাটালে দেবের সমর্থনে প্রচার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ওঠে বিজেপি প্রার্থী হিরণ প্রসঙ্গ। ঠিক কী বলেছেন অভিষেক? তিনি বলেন, “বিজেপি এখানে যাকে দাঁড় করিয়েছেন, উনি আমার অফিসে এসেছিলেন ৬-৭ মাস আগে। দরজা বন্ধ করে দিয়েছি। ঢুকতে দিইনি। তবে সিসিটিভি ফুটেজটা আছে। তাই ওনাকে বলব মিথ্যে না বলার জন্য।” এখানেই শেষ নয়। এদিন সভা থেকে হিরণকে একহাত নেন অভিষেক। বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতলেও খড়গপুরের জন্য কিছুই করেননি হিরণ চট্টোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ঘাটালে লড়বেন বিজেপি ছেড়ে আসা পাপিয়া, উলুবেড়িয়ায় যুব সভাপতি, আরও ৩ আসনে প্রার্থী দিল কংগ্রেস]

প্রসঙ্গত, চব্বিশের নির্বাচনে (2024 Lok Sabha Election) ঘাটাল জিততে শাসকদলের তুরুপের তাস ঘাটাল মাস্টার প্ল্যান। বহু বছরের এই প্রকল্পের বাস্তবায়নকে সামনে রেখেই ভোট বৈতরণী পেরতে বদ্ধপরিকর তৃণমূল (TMC)। রবিবাসরীয় ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেবের সমর্থনে রোড শো থেকে হিরণকে আক্রমণের পাশাপাশি সেকথাই মনে করিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, “ঘাটালের একেকটি ভোট দিন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এত বছর ধরে কেন তা বাস্তবায়িত হল না? কেন্দ্রের তো টাকা দেওয়ার কথা। দেয়নি। রাজ্য সরকার নিজের টাকায় এই ঘাটাল মাস্টার প্ল্যান করছে। মনে রাখবেন, আপনাদের সুবিধার জন্য সবসময়ে পাশে আছে রাজ্যের তৃণমূল সরকার।” পাশাপাশি বিদ্যাসাগরের জন্মস্থানে দাঁড়িয়ে অভিষেক মনে করিয়ে দিলেন উনিশের ভোটের আগে কলকাতায় অমিত শাহর রোড শো থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ।

[আরও পড়ুন: ‘দুর্নীতিবাজদের বাঁচাতে হামলা তৃণমূলের’, সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement