Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘সংসদ ভবনের বদলে দৃষ্টিভঙ্গি পালটালে ভাল হত’, মোদিকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা অভিষেকের

আর কী বললেন অভিষেক?

Abhishek Banerjee lashes out at PM Narendra Modi from keshpur | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 28, 2023 8:05 pm
  • Updated:May 28, 2023 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে ফের মোদিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদিকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করলেন তিনি। বললেন, “বোধহয় পালটানোর রাজনীতিতেই বিশ্বাসী প্রধানমন্ত্রী।”

তুমুল বিতর্কের মাঝেই আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে রবিবার বিকেলে কেশপুর থেকে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “গ্যাসের দাম বেড়েছে চড়চড়িয়ে। রাজ্যের বকেয়া কোটি কোটি টাকা। যার জন্য কয়েকশো কোটি টাকা খরচ হল। কেন হল জানি না, প্রয়োজনীয়তা কী ছিল আমি বুঝিনি। তবে এই টাকার মানুষের প্রাপ্য টাকা।” এরপরই নিরোর সঙ্গে মোদির তুলনা করে অভিষেক বলেন, “উনি বোধহয় পালটানোর রাজনীতিতে বিশ্বাস করেন। তবে সংসদ ভবন না পালটে দৃষ্টিভঙ্গি পালটালে ভাল হত।”

Advertisement

[আরও পড়ুন: মন্ত্রী বীরবাহার উপর হামলার প্রতিবাদ, ৮ জুন রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক আদিবাসীদের]

এখানেই শেষ নয়, রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গেও মোদিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ” প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী আদিবাসী ও মহিলাদের সম্মান করেন না।” প্রসঙ্গত, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রাষ্ট্রপতি। তাঁর বার্তা পড়ে শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বার্তাও শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। মোদি বললেন, “স্বাধীনতার ৭৫ বছরে এটা দেশবাসীকে দেওয়া উপহার। এটা শুধু একটা ভবন নয়। ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতিবিম্ব।”

[আরও পড়ুন: ‘দ্বন্দ্ব’ মেটাতে অভিষেকের বার্তার পরই রদবদল, বাঁকুড়ায় পদ থেকে সরলেন ৪ অঞ্চল সভাপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement