সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘এনকাউন্টার’ দাওয়াই। তাঁর দাবি, সাতদিনের মধ্যে খুনি এবং ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত। ধর্ষণকাণ্ডে বিচারবিভাগে দীর্ঘসূত্রিতার বিরোধিতা করেছেন অভিষেক। তাঁর সাফ কথা, “এসমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। আপনারা মনে করেন, যারা এই ঘটনা ঘটাল তার বেঁচে থাকার অধিকার আছে?”
শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ছিল তৃণমূল সাংসদ অভিষেকের। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে আর জি কর কাণ্ড নিয়ে মুখ খোলেন। সাংসদের প্রশ্ন, “কোনও ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। এধরনের ঘটনায় ৭ দিনের মধ্যে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেই আইন আনা হয় না কেন? চাইলেই আনা যায়। যারা ক্ষমতায় আছে তারা এই বিল আনুক। আইনসভায় অর্ডিন্যান্স আনুন। আইন সংশোধনী আনুন। যাতে সাতদিনে ধর্ষকদের বিচার করা যায়। তৃণমূল, কংগ্রেসের উচিত এই বিলকে সমর্থন করা। কেন ৫-৬ বছর ট্রায়াল চলবে?”
ঘটনার নিন্দা করে তৃণমূল সাংসদ আরও বলেন, “অত্যন্ত নারকীয়, মর্মান্তিক ঘটনা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে।” একইসঙ্গে তাঁর আক্ষেপ, “আমাদের দেশের আইন এমন যেখানে অনেকে চাইলেও কিছু করতে পারে না। এসমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই।”
এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করার নিন্দাতেও সরব হন অভিষেক। বিজেপিকে বিঁধে তাঁর দাবি, “এধরনের ঘটনা নিয়ে রাজনীতি উচিত নয়। উত্তরপ্রদেশে ঘটলে দেহ পাওয়া যেত না।” রাজ্যের বিজেপি নেতৃত্বকে তাঁর পরামর্শ, “কড়া আইন আনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি লিখুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.