Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘কংগ্রেসও তলায়-তলায় আঁতাত করছে’, কং-বিজেপি সেটিং নিয়ে মালদহে সরব অভিষেক

নিশানা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে।

Abhishek Banerjee hints at Congress-BJP alliance in Maldah | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 4, 2023 1:44 pm
  • Updated:May 4, 2023 1:54 pm  

সন্দীপ চক্রবর্তী: মালদহের জনসভা থেকে বিজেপি-কংগ্রেসের সেটিং নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাগরদিঘি ভোটের আগে বিজেপি-কংগ্রেসের সঙ্গে আঁতাত প্রকাশ্যে এনেছিলেন তিনি। এবার মালদহের মানিকচকের এনায়েতপুরের সভা থেকেও একই ইস্যুতে সরব হলেন তৃণমূল সাংসদ। নিশানা করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে।

গতবার মালদহের দু’টি লোকসভা আসনের একটিও জিততে পারেনি তৃণমূল (TMC)। একটি পেয়েছিল কংগ্রেস, অপরটি গিয়েছিল বিজেপির ঝুলিতে। মালদহ উত্তর কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির খগেন মুর্মু ও দক্ষিণ মালদহ থেকে জিতে সাংসদ হন কংগ্রেস আবু হাসেম খান চৌধুরী। এনিয়ে অভিষেকের অভিযোগ, মালদহের দুই প্রান্তে কংগ্রেস-বিজেপির সাংসদরা জিতলেও কোনও কাজ করেননি। এমনকী, বাংলার বঞ্চনা নিয়ে কখনও দিল্লিতে সরব হননি তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: দ্রুত শুনানি চেয়েছিল রাজ্য, শুভেন্দুর জোড়া মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা]

মানিকচকের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে লোকসভায় ৩৪টা আসন ছিল তৃণমূলের। তখন গায়ের জোরে টাকা আটকাতে পারেনি। এখন আমাদের ২২টা আসন আমাদের। কংগ্রেসের দু’জনও তলায়-তলায় আঁতাত করছে।” তাঁর চ্যালেঞ্জ, “এরা যদি কখনও মালদহের জন্য় কেন্দ্রের কাছে কোনও দাবিদাওয়া জানায়, তাহলে আমি আর মালদহে আসব না।” প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না। অমিত শাহের বাহিনী চায়।” সবমিলিয়ে এদিনের সভা থেকে আরও একবার বিজেপি-কংগ্রেসের সেটিং নিয়ে সরব হলেন অভিষেক।

[আরও পড়ুন: রাজ্যের পর্যবেক্ষক থাকাকালীন ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement