Advertisement
Advertisement
Abhishek Banerjee

জোট জটে অধীরকে কাঠগড়ায় তুলে কংগ্রেসকে নিশানা অভিষেকের

মমতা বিরুদ্ধে লড়েছেন আর তাঁকেই নিশানা করছেন অধীর! তোপ অভিষেকের। ইন্ডিয়া জোটের সলতে পাকানো শুরু হতেই কংগ্রেসকে আক্রমণ করা বন্ধ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব।

Abhishek Banerjee blames Congress over seat sharing row | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 29, 2024 6:05 pm
  • Updated:January 29, 2024 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন রফায় অনীহা। তৃণমূল সুপ্রিমোকে লাগাতার আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির। উপরন্তু কংগ্রেসের জমিদারি মেজাজ! এই ত্রিফলাই ভেস্তে দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। সোমবার কার্যত সেকথাই বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ইন্ডিয়া জোটের সলতে পাকানো শুরু হতেই কংগ্রেসকে আক্রমণ করা বন্ধ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। ২১ জুলাইয়ের মঞ্চেও হাত শিবিরকে নিয়ে একটি শব্দও খরচ করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। জোটধর্ম পালন করেছিল ঘাসফুল শিবির। অথচ জোট প্রক্রিয়া চলাকালীন গত সাতমাস ধরে মমতাকে লাগাতার নিশানা করেছেন অধীর চৌধুরী। অভিষেকের কথায়,”বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁকেই বারবার নিশানা করেছেন অধীর। বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়েছেন। বাংলার বঞ্চনা নিয়ে কতবার সরব হয়েছেন তিনি?”  ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আরও সংযোজন, “ইন্ডিয়া জোট মানুষের জোট। মানুষ ঠিক করুক কাকে ভোট দেবেন।” 

Advertisement

[আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক পদে ১১,৭৬৫ জনের নিয়োগে রইল না বাধা, সুপ্রিম নির্দেশে স্বস্তি]

আসনরফা নিয়েও কংগ্রেসের কোর্টে বল ঠেললেন অভিষেক। আসন সমঝোতা করতে কংগ্রসকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তৃণমূল। কিন্তু তাতে আমল দেয়নি কংগ্রেস। তাদের এই আচরণ নিয়ে ‘ক্ষুব্ধ’ অভিষেক। বলেন, “কংগ্রেস আসনরফা নিয়ে আলোচনা করেনি। কার জন্য় আসন সমঝোতা হল না মানুষ বুঝবে।” 

অভিযোগ, বারবার তৃণমূলের আসনরফার প্রস্তাব ঝুলিয়ে রেখেছে হাত শিবির। আলোচনায় বসেনি তারা। কংগ্রেসের এহেন জমিদারি মেজাজ কোনওদিন মেনে নেয়নি রাজ্যের শাসকদল। তৃণমূলে নেত্রী শুরু থেকে স্পষ্ট করে দিয়েছিলেন, জোট করতে হলে জমিদারি মেজাজ ছাড়বে হবে কংগ্রেসকে। তার পরেও কংগ্রেসের আচরণে বদলায়নি। এর পরই বঙ্গে তৃণমূল একাই ভোটে লড়বে বলে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে কথাই শোনা গেল তৃণমূলের সেনাপতির গলাতেও। 

 

[আরও পড়ুন: INDIA-য় ‘ট্রোজান হর্স’ ছিলেন নীতীশ! বিজেপির কোন ‘ষড়যন্ত্রে’র কথা বলছেন খাড়গে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement