Advertisement
Advertisement
Abhishek Banerjee

মানবিক অভিষেক, ইটাহারের রাস্তায় জনসংযোগের মাঝেই করে দিলেন অ্যাম্বুল্যান্স যাওয়ার পথ

অভিষেককে কাছে পেয়ে আপ্লুত ইটাহারবাসী।

Abhishek Banerjee allows ambulance to pass through his rally in Itahar | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 1, 2023 6:46 pm
  • Updated:May 1, 2023 6:46 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বরাবরই মানুষের পাশে দাঁড়ান। বিপদে-আপদে ছুটে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইটাহারের চৌরঙ্গী মোড়ে আরও একবার মানবিক রূপে ধরা দিলেন তিনি। তাঁকে দেখতে, বক্তব্য শুনতে যখন হাজার হাজার মানুষের ভিড়ে অবরুদ্ধ রাস্তা, অ্যাম্বুল্যান্স দেখেই নিজেই ব্যবস্থা করলেন সেটি যাওয়ার।

রবিবার বিকেলে উত্তর দিনাজপুরের ইটাহারের চৌরঙ্গী মোড়ে গাড়ি নিয়ে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বাভাবিকভাবেই মুহূর্তে ভিড় হয়ে যায় সেখানে। বহু মানুষ জড়ো হন অভিষেককে দেখতে, তাঁর বক্তব্য শুনতে। প্রথমে নিজের গাড়ির উপরে দাঁড়ান অভিষেক। এরপর উঠে যান নবজোয়ার কর্মসূচির বিশেষ গাড়ির ছাদে। সেখান থেকে বক্তব্য রাখার সময় অভিষেকের নজরে পড়ে ভিড়ের কারণে আটকে পড়ছে একটি অ্যাম্বুল্যান্স। সঙ্গে সঙ্গে সেটিকে রাস্তা করে দিতে উদ্যত হন অভিষেক।

Advertisement

[আরও পড়ুন : ‘যেতে নাহি দিব…’, প্রয়াত স্বামীর সিলিকনের মূর্তি তৈরি করালেন স্ত্রী ও সন্তানেরা]

আমজনতার কাছে আরজি জানান সরে গিয়ে অ্যাম্বুল্যান্সকে যাওয়ার ব্যবস্থা করে দিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাম্বুল্যান্সটি বেরিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকার প্রশংসা করেছেন সকলে। শত ব্যস্ততার মাঝেই আমজনতার উপর যে সর্বদা নজর রয়েছে অভিষেকের, তা ফের প্রমাণিত।

[আরও পড়ুন: ‘যেতে নাহি দিব…’, প্রয়াত স্বামীর সিলিকনের মূর্তি তৈরি করালেন স্ত্রী ও সন্তানেরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement