সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাবরার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছেন তিনি সিএএ হতে দেবেন না। পূর্ব মেদিনীপুর থেকে পালটা দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। খোঁচা দিয়ে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছেন মানুষকে। উনি বরাবরই অসত্য কথায় পটু।”
সোমবার বিকেলে দেশজুড়ে লাগু হয়েছে CAA। যা নিয়ে নানা মহলে নানা মত। কেউ এর পক্ষে, কেউ আবার বিপক্ষে সুর চড়িয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সিএএ বিরোধী। এদিন হাবরার সভা থেকে এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। বলেন, কারও নাগরিকত্ব কেড়ে নিতে দেবেন না তিনি। বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলে হুঙ্কার ছেড়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, জীবন থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না। নন্দীগ্রাম থেকে তারই পালটা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন নন্দীগ্রাম থেকে সিএএ নিয়ে মমতাকে বিঁধে অভিজিৎ বলেন, “সিএএ-তে কারও নাগরিকত্ব হারানোর কোনও বিষয় নেই। ডিটেনশন ক্যাম্পেরও কোনও প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টার ভুল ব্যাখ্যা দিচ্ছেন। উনি সবসময় অসত্য কথা বলেন। এ বিষয়ে উনি পটু। এবারও তাই করছেন। সত্যটা সামনে তুলে ধরার পর লাজ-লজ্জা থাকলে উনি মুখ দেখাবেন না কোথাও।” একই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই পূর্ব মেদিনীপুরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তাঁকে স্বাগত জানান। নিয়ে যান জেলা বিজেপি কার্যালয়ে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর পর বর্গভীমা মন্দির ও নন্দীগ্রামের রেয়াপাডার একটি মন্দিরে পুজো দেন তিনি। পরবর্তীতে মুখোমুখি হন সাংবাদিকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.