Advertisement
Advertisement

Breaking News

Abhijit Gangopadhyay

শুভেন্দুর পর এবার সরকার ফেলার ‘ডেডলাইন’ দিলেন অভিজিৎ, কুরুচিকর আক্রমণ মমতাকেও

পালটা কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও।

Abhijit Gangopadhyay hurls abuse at Mamata Banerjee
Published by: Paramita Paul
  • Posted:May 6, 2024 6:46 pm
  • Updated:May 6, 2024 8:30 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: এবার সরকার ফেলার ‘ডেডলাইন’ শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঢঙেই তমলুকের বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ, ডিসেম্বরের মধ্যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। আর গেরুয়া শিবির ক্ষমতা দখল করলে বাংলায় চালু হবে অন্নপূর্ণার ভাণ্ডার। সোমবার প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকেও কুরুচিকর ভাষায় আক্রমণ শানান প্রাক্তন বিচারপতি।

এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচার ও জনসংযোগ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সেখান থেকেই তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির কথায়, “এখানে আমরা ডিসেম্বরের মধ্যে ক্ষমতায় আসব। যদি নাও আসি তাহলে ২০২৬-এ আসব। তৃণমূল উধাও হবে।” একইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি, “আমরা এলে এখানে অন্নপূর্ণার ভাণ্ডার চালু করব।” উল্লেখ্য, এর আগে একাধিকবার বিরোধী দলনেতার গলায় এই ডেডলাইনের কথা শোনা গিয়েছে। কখনও মাস বেঁধে দিয়েছেন, কখনও আবার তারিখ বেঁধে দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ভোট আবহে আচমকা পুলিশি হানায় পর্দাফাঁস]

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায়ও আক্রমণ শানান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে হেরে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি বন্ধ হয়ে যাবে।” এই টাকা মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সম্পত্তি নয় বলেও দাবি করেছেন তিনি। পালটা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। বলেন, “তমলুকের বিজেপি প্রার্থী বিচার ব্যবস্থাকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন। এধরনের কথা বলা বিজেপির সংস্কৃতি। সেই দলে গিয়ে উনি সেই দলের ভাষায় কথা বলবেন, সেটাই স্বাভাবিক।”

[আরও পড়ুন: সন্দেশখালি ‘স্টিং’ বিতর্কে মহুয়া গড়ে মুখ খুললেন শাহ, ‘ডিপফেক’, দাবি শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement