Advertisement
Advertisement

Breaking News

দলত্যাগীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মান্নান

শুক্রবার মান্নানের নেতৃত্বে সাংসদ এএইচ খান চৌধুরি ও তাঁদের আইনজীবী সুভাশিস ভৌমিক ১১ পাতার একটি স্মারকলিপি জমা দেন প্রধান নির্বাচন কমিশনার নসিম জাইদির কাছে৷

Abdul Mannan is going to file complain at election commission against the MLAs who left Congress
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 9:10 am
  • Updated:September 24, 2016 9:10 am  

দেবশ্রী সিনহা: মানস ভুঁইয়া-সহ যাঁরা কংগ্রেস থেকে অন্য দলে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ শুক্রবার মান্নানের নেতৃত্বে সাংসদ এএইচ খান চৌধুরি ও তাঁদের আইনজীবী সুভাশিস ভৌমিক ১১ পাতার একটি স্মারকলিপি জমা দেন প্রধান নির্বাচন কমিশনার নসিম জাইদির কাছে৷ দাবি করেন, রাজ্যে ‘অ্যান্টি ডিফেকশন’ আইনের লঙ্ঘন করা হয়েছে৷ অর্থাৎ রাজ্যের বিধায়ক ইস্তফা না দিয়েই নতুন দলে যোগ দিয়েছেন৷ অথচ বিধানসভার স্পিকার কোনও পদক্ষেপই নেননি৷ উদাহরণ হিসেবে মানস ভুঁইয়া-সহ অন্যান্য বিধায়ক, যাঁরা গতবছর এবং চলতি বছরে দল ছেড়েছেন তাঁদের কথা বলা হয়েছে৷ এমনকী, ল-কমিশনের দেওয়া সুপারিশের কথা বলেছেন তাঁরা৷ যেখানে বলা হয়েছে, যেহেতু স্পিকার একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তাই বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ন্যস্ত হোক রাজ্যপাল ও রাষ্ট্রপতির হাতে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement