Advertisement
Advertisement

দলত্যাগীরা কী পদ পাচ্ছেন তৃণমূলে, জানতে চান মান্নান

তাঁর ব্যাখ্যা, “কংগ্রেসের ওয়েবসাইটে ওই নেতাদের পদ দেওয়া আছে৷ ফলে এক ব্যক্তি দুই দলের পদে থাকতে পারেন না৷”

Abdul Mannan asks, what position the x-congress leaders are going to get in TMC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 12:49 pm
  • Updated:September 28, 2016 12:49 pm  

স্টাফ রিপোর্টার: কংগ্রেস ছেড়ে যাঁরা তৃণমূলে গিয়েছেন, তাঁদের সংগঠনে কী পদ দেওয়া হয়েছে, তা ওয়েবসাইটে প্রকাশের দাবি জানালেন বিরোধী দলনেতা আবদুল মান্নান৷

মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “যাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছেন বলে শোনা যাচ্ছে, তাঁদের কোর কমিটিতে নেওয়া হয়েছে, এমন তথ্যও প্রকাশিত হয়েছে৷ এই অবস্থায় ওই নেতাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করুক তৃণমূল৷” তাঁর ব্যাখ্যা, “কংগ্রেসের ওয়েবসাইটে ওই নেতাদের পদ দেওয়া আছে৷ ফলে এক ব্যক্তি দুই দলের পদে থাকতে পারেন না৷”

Advertisement

নাম না করে কার্যত মানস ভুঁইয়া ও মহম্মদ সোহরাবের দিকে আঙুল তুলেছেন মান্নান৷ মানস ও সোহরাব ২০ সেপ্টেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন৷ তাঁদের দলীয় পদও দেওয়া হয়৷ তৃণমূলে যোগ দেওয়ার পর কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্যর সদস্যপদ খারিজের দাবি স্পিকারকে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তুষারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদ্ধতিও শুরু হয়েছে৷ মানস ভুঁইয়া ও রবিউল আলম চৌধুরির বিরুদ্ধেও একই পথ নিতে চলেছে কংগ্রেস৷ দুই বিধায়কের সদস্যপদ খারিজের দাবি স্পিকারকে জানানো হচ্ছে৷ সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাসেরও বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারকে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ অন্যদিকে দলত্যাগ আইনের সংশোধন চেয়ে এই সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের  করছেন মান্নান৷ একইসঙ্গে তিনি উল্লেখ করেন, “যে বিধায়করা দল ছাড়ছেন তাঁদের বিরুদ্ধে কোন জনগণ আদালতে মামলা রুজু করলে সব রকম সাহায্য করা হবে৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement