Advertisement
Advertisement

Breaking News

Abdul Latif

ছদ্মবেশে CBI আদালতে গরু পাচারে অভিযুক্ত লতিফ! পেলেন অন্তর্বর্তী জামিন

আগামী ৪ মে পর্যন্ত লতিফকে সুরক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্টও।

Abdul Latif accused in Cattle Smuggling got interim bail from CBI court
Published by: Paramita Paul
  • Posted:April 27, 2023 10:43 am
  • Updated:April 27, 2023 1:32 pm  

শেখর চন্দ্র, আসানসোল: অন্তর্বর্তী জামিন পেলেন গরু পাচারে অভিযুক্ত আবদুল লতিফ। দীর্ঘ সময় ফেরার থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন তিনি। ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বিচারক। তবে কয়েকটি শর্ত দিয়েছে আদালত।

এদিন বিচারকের নির্দেশ, লতিফের পাসপোর্ট জমা রাখতে হবে। ৩ দিন পর পর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। তদন্ত সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন লতিফের আইনজীবী। প্রসঙ্গত, আগামী ৪ মে পর্যন্ত লতিফকে সুরক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্টও। অর্থাৎ এর মধ্য়ে তাঁকে গ্রেপ্তার করতে পারবে না তদন্তকারী সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: কালিয়াগঞ্জে মৃত রাজবংশী যুবক BJP নেতার ভাইপো, ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ একযোগে তোপ শুভেন্দু-দেবশ্রীর]

 

এদিন ভোররাতে কার্যত ছদ্মবেশেই আবদুল লতিফ ঢুকে পড়ে আসানসোল সিবিআই আদালতে। কালো টুপি, কালো চেক জামা, জিন্সের প্যান্ট, মুখে কালো মাস্ক, চোখে চশমা। আসানসোল বিশেষ আদালতে বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে লতিফের আইনজীবী শেখর কুন্ডু জানান সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন। বিচারকের প্রশ্নের, “আত্মসমর্পণ কোথায়? তিনি তো অ্যাপিয়ার করতে এসেছেন। আদালতের চোখে তিনি তো পলাতক।” লতিফের আইনজীবী ব্যক্তিগত বন্ডে জামিন চান। লতিফকে সিবিআই কীভাবে জিজ্ঞাসাবাদ করতে চায় তা জানতে চান বিচারক। গরু পাচার কান্ডের আইও সুশান্ত ভট্টাচার্য জানান, “আমরা ওঁকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চাই এবং সহযোগিতা আশা করব।” লতিফের আইনজীবী জানান, তাঁরা সহযোগিতা করতে রাজি। এরপরই দুপুর ১টায় সিবিআই তাদের অস্থায়ী ক্যাম্পে লতিফকে ডেকে পাঠানো হয়েছে। জেরা করা হচ্ছে। 

[আরও পড়ুন: ‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে এলে আমি ধরনায় বসব’, হুঙ্কার দিলেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement