Advertisement
Advertisement

Breaking News

Lottery

৫০ টাকার লটারি ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা! রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি

আনন্দে আত্মহারা ওই যুবক ও তাঁর পরিবার।

A youth wins 1 crore in Lottery | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 13, 2020 6:56 pm
  • Updated:December 13, 2020 6:56 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: গতকালও সংসার চলবে কীভাবে তা ভেবে কুলকিনারা পেতেন না মুর্শিদাবাদের পিন্টু। রাতারাতি ফিরল ভাগ্য। লটারি জিতে বর্তমানে কোটি টাকার মালিক তিনি। এতদিনের যুদ্ধের শেষে এবার অভাব মেটার পালা।

মুর্শিদাবাদের (Murshidabad) নমোচাচন্ড গ্রামের বাসিন্দা বছর ২৫-এর পিন্টু মোমিন। পেশায় রাজমিস্ত্রি। স্ত্রী শাকিলা বিবি ও মেয়ে মুসকান খাতুনকে নিয়ে সংসার তাঁর। আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। অভাব-অনটন লেগেই থাকত। যদি ভাগ্য ফেরে সেই আশায় মাঝে মধ্যেই লটারি কিনতেন পিন্টু। সেই অভ্যেসবশত এদিন বাসুদেবপুরের একটি দোকান থেকে ৫০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। ফল জানার পরই চক্ষুচড়কগাছ তাঁর। কারণ, হাজার বা লক্ষ নয়, এক কোটি টাকা জিতেছেন ওই যুবক।

Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদে ‘বাংলা আবাস যোজনা’য় দুর্নীতির অভিযোগ, সাসপেন্ড সরকারি কর্মী]

আনন্দের পাশাপাশি আতঙ্ক গ্রাস করেছে ওই রাজমিস্ত্রিকে। সেই কারণেই সামশেরগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গিয়েছে, বর্তমানে থানাতেই রয়েছেন পিন্টু। কিন্তু এই টাকায় কী করবেন ওই যুবক? তাঁর প্রথম ইচ্ছে, বাড়ি তৈরি। তারপর কী করবেন, তা এখনও ভাবেননি। পিন্টুর সাফ কথা, গোটাটাই এখনও তাঁর কাছে স্বপ্ন। রাতারাতি সংসারের হাল ফেরায় আনন্দে আত্মহারা শাকিলা। উল্লেখ্য, দিনকয়েক আগে ৩০ টাকায় লটারির টিকিট কিনে কোটি টাকা জিতেছিলেন মালদহের এক ম্যাজিক ভ্যানের চালক।

[আরও পড়ুন: ‘শীত গ্রীষ্ম বর্ষা, রাজীবদাই ভরসা’, রাতের অন্ধকারে ডোমজুড়ে পোস্টার-ব্যানার ঘিরে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement