Advertisement
Advertisement
সেনা জওয়ান

সেনা জওয়ান পরিচয় দিয়ে আর্থিক জালিয়াতি, গ্রেপ্তার যুবক

জাল নথিপত্র বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ।

A youth who lived in Asansol arrested for financial scam
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2019 7:28 pm
  • Updated:September 29, 2019 8:48 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সেনা জওয়ান পরিচয় দিয়ে একের পর এক নতুন গাড়ি কেনা। লোন নিয়ে কেনা সেই গাড়ি সঙ্গে সঙ্গেই বিক্রিও করে দিত অভিযুক্ত। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ওই ভুয়ো সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত নতুন চার চাকার গাড়ি-সহ বহু জাল নথি।

[আরও পড়ুন: কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার, চটুল নাচের ঠেক থেকে উদ্ধার কিশোরী]

পীযূষ কুমার শাহ নামে ওই যুবক হুগলির মগরার বাসিন্দা। অভিযোগ, নিজেকে ভারতীয় নৌবাহিনীর জওয়ান পরিচয় দিত সে। সেই পরিচয়েই বহু গাড়ির শোরুম থেকে নতুন নতুন দু’চাকা এবং চার চাকার গাড়ি কিনত পীযূষ। লোন নিয়ে কেনা ওই গাড়ি পরে বিক্রিও করে দিতেন। বিক্রি করেই বেপাত্তা হয়ে যেত বলেও অভিযোগ। তার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তেন গাড়ির ক্রেতারা। বেসরকারি লগ্নি সংস্থার কর্মীরাও তার খোঁজও পেত না। বিশেষ সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ পানাগড় বাজারের একটি হোটেল থেকে পীযূষকে গ্রেপ্তার করে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াতে কর্মরত বলে দাবি করে ধৃত ব্যক্তি। সম্প্রতি অস্থায়ীভাবে বায়ুসেনার পানাগড় সেনা ছাউনিতে আছে বলে পুলিশকে জানায় পীযূষ। প্রমাণ হিসাবে একটি সার্ভিস সার্টিফিকেটও দাখিল করে সে। কিন্তু পুলিশ পরীক্ষা করে দেখে সেই সার্টিফিকেটটি জাল। তার কাছ থেকে একটি ভারতীয় নৌবাহিনীর জাল পরিচয়পত্রও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ব্যাংকের পাসবুক, এটিএম কার্ডও উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এসব ভুয়ো নথিপত্র দাখিল করেই পেয়েছিল ধৃত ভুয়ো জওয়ান। তার আধার কার্ডটি জাল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সদ্য কেনা একটি চার চাকার ও দুই চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

[আরও পড়ুন: পুুলিশ সেজে হাসপাতালে হানা, বনগাঁ থেকে গ্রেপ্তার নদিয়ার যুবক]

জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত। দিন পনেরো ধরেই সে পানাগড় বাজারের হোটেলে আত্মগোপন করেছিল বলে পুলিশের দাবি। ওই ভুয়ো নথি দিয়েই একের পর এক ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করত ও গাড়ি কিনত ধৃত। পীযূষের দাদা নৌবাহিনীর জওয়ান বলে পুলিশকে জানিয়েছে সে। রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত পীযূষকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

ছবি: উদয়ন গুহ রায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement