Advertisement
Advertisement

Breaking News

TMC

‘তোকে জ্যান্ত কবর দেব, আসছি’, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাকে খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য

তদন্ত শুরু করেছে পুলিশ।

A Youth threatens to kill a TMC leader on social media | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 13, 2022 12:19 pm
  • Updated:January 13, 2022 12:53 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সোশ্যাল মিডিয়ায় দাপুটে তৃণমূল নেতাকে (TMC Leader) জ্যান্ত কবর দেওয়ার হুমকি! ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুরে। ইতিমধ্যেই এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা। শুরু হয়েছে তদন্ত।

ঘটনার সূত্রপাত বুধবার। জানা গিয়েছে, এদিন সোশ্যাল মিডিয়ায় পটাশপুরের ব্লক সভাপতি পীযূষকান্তি পণ্ডাকে উদ্দেশ্য করে শানু হুদাই নামে এক যুবক লেখে, “তৃণমূলের দালাল। পটাশপুরের মাটিতে তোকে জ্যান্ত কবর দেব, আসছি। শুধু সময়ের অপেক্ষা।” পীযূষবাবুর দাবি, শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই থামেনি ওই যুবক। তৃণমূল নেতার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে হুমকি ভিডিও। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। হুমকি ভিডিওটিও তুলে দেন তদন্তকারীদের হাতে।

Advertisement

[আরও পড়ুন: করোনা পরীক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়িত করছেন অভিষেক, ঘুরে দেখবেন কোয়ারেন্টাইন সেন্টারগুলিও]

কিন্তু কে ওই যুবক? কেন খুনের হুমকি দেওয়া হল পটাশপুরের ওই দাপুটে তৃণমূল নেতাকে। পীযূষবাবুর দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি। তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা। পাশাপাশি অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, শানু হুদাই আদতে পটাশপুরের বাসিন্দা। তবে বহুদিন ধরে এলাকা ছাড়া সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে রাজস্থানে থাকে শানু। সেখানকার বাসিন্দা শানু কেন এহেন ঘটনা ঘটাল, তা জানার চেষ্টায় পুলিশ।

[আরও পড়ুন: WB Civic Polls: শিলিগুড়ির পুরভোটে তৃণমূলকেই সমর্থন, অবস্থান স্পষ্ট করল গোর্খা জনমুক্তি মোর্চা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement