ছবি: প্রতীকী
দিব্যেন্দু মজুমদার, হুগলি: কেরলে গর্ভবতী হাতি হত্যার ক্ষত এখনও টাটকা। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতেই কার্যত একইরকম নৃশংসতার ছবি গেল এরাজ্যে। চিৎকার করার শাস্তি হিসেবে হুগলির পোলবায় কেটে দেওয়া হল একটি সারমেয়র পা!
জানা গিয়েছে, পোলবার সুগন্ধা এলাকায় ওই কুকুরটি চিৎকার করছিল। হয়তো অপরিচিত কাউকে দেখে এলাকাবাসীকে সচেতন করছিল, অথবা অন্য কোনও কারণ। কিন্তু কারণ যাই হোক, সারমেয়টির চিৎকার সহ্য হয়নি এলাকার বাসিন্দা পুন্য হাঁসদা নামে এক যুবকের। অভিযোগ, সেই কারণেই হাঁসুয়া নিয়ে কুকুরটি উপর চড়াও হয় সে। এলোপাথারি কোপ মারতে শুরু করে। দেহ থেকে আলাদা করে দেয় পা। রক্তাক্ত অবস্থা আর্তনাদ শুরু করে প্রাণীটি।
এরপরই গুরুতর জখম ওই কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা। কিন্তু আদৌ সারমেয়টির পা জোড়া লাগবে কি না সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না ডাক্তার। এই ঘটনায় সরব হয়েছেন এক পশুপ্রেমী সংগঠন। তাঁদের তরফেই অভিযুক্তের বিরুদ্ধে পোলবা থানায় অভিযোগ দায়ের করার হয়। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.