Advertisement
Advertisement
BSF

বাংলায় ফেনসিডিল পাচারে বাধা দিতেই আক্রমণ, বিএসএফের পালটা গুলিতে মৃত্যু পাচারকারীর

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদহে।

A youth shot to death by bsf in Malda | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 23, 2023 12:55 pm
  • Updated:August 23, 2023 12:55 pm  

বাবুল হক, মালদহ: ফের বিএসএফের গুলিতে বাংলাদেশী পাচারকারীর মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের কালিয়াচকের নওদা এলাকায়। দেহটি বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে বলেই খবর।

সীমান্ত দিয়ে চোরাচালানের ঘটনা নতুন নয়। বিএসএফের নজরদারি সত্ত্বেও পাচার চালাতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কালিয়াচকের নওদা এলাকা সীমান্ত থেকে ফেনসিডিল পাচার করছিল পাচারকারীরা। বিষয়টি বিএসএফের নজরে পড়তেই বাধা দেওয়া হয়। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা হয়।

Advertisement

[আরও পড়ুন: রাতভর বৃষ্টি উত্তরবঙ্গে, একাধিক জেলায় কমলা সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস?]

অভিযোগ, দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় পাচারকারীরা। এরপরই পালটা গুলি চালায় বিএসএফ। তাতেই মৃত্যু হয় বাংলাদেশের এক পাচারকারীর। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছ়ড়িয়ে পড়ে এলাকায়।প্রসঙ্গত, বিভিন্ন সীমান্ত দিয়ে নানা এলাকায় সম্প্রতি অনুপ্রবেশ, পাচার সমস্যা বাড়ছে বলে অভ্যন্তরীণ রিপোর্টে প্রকাশ। তারপর থেকেই আরও সচেতন জওয়ানরা। তারই মাঝে একের পর এক এহেন ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ।

[আরও পড়ুন: মদ খাওয়ার প্রতিবাদ করায় রক্তারক্তি কাণ্ড, স্ত্রীর ঠোঁটে কামড় দিয়ে উধাও স্বামী!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement