Advertisement
Advertisement
Titagarh

ফের টিটাগড়ে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মাদক মামলায় জামিনে মুক্ত যুবকের

কে বা কারা গুলি চালাল, তা নিয়ে ধোঁয়াশা।   

A youth shot dead in Titagarh । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 8, 2023 6:05 pm
  • Updated:November 8, 2023 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধেয় ফের শুটআউট। টিটাগড়ে বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে ধোঁয়াশা।   

মৃত মহম্মদ হাসান, উত্তর ২৪ পরগনার টিটাগড়ের উড়নপাড়ার বাসিন্দা। মাদক পাচার মামলায় জেলবন্দি ছিল সে। কয়েক মাস আগেই জামিনে মুক্তি পায়। তার পরই বুধবার ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে খুন মহম্মদ হাসান।

Advertisement

[আরও পড়ুন: ‘ইঁদুর’ ধরতে গাজা তোলপাড় ইজরায়েলি বাহিনীর, সুড়ঙ্গে ভরা হচ্ছে বিস্ফোরক]

এদিন সন্ধ্যায় তার বাড়ির সামনে বাইকে করে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। তারা মহম্মদ হাসানকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু। টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যবসায়িক বিবাদ নাকি শুটআউটের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: অনুপমের সভামঞ্চ ভাঙচুর বিজেপির! গেরুয়া শিবিরের গৃহযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement