সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ত্রিকোণ প্রেমে গুলি চলল দুর্গাপুরে। এক প্রেমিককে লক্ষ্য করে গুলি চালালেন আর এক প্রেমিক। গুলিবিদ্ধ যুবক ভরতি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে লাউদোহার মাধাইপুরে। অভিযুক্ত ও তাঁর প্রেমিকাকে আটক করেছে পুলিশ।
[অ্যাডমিট কার্ডের জন্য দিতে হবে ৩৫০ টাকা, মাধ্যমিক দেওয়া হল না আফরিনদের]
ধরুন, আপনি কাউকে ভালবাসেন। যাঁকে ভালবাসেন, তিনিও আপনাকে ভালবাসেন। কিন্তু, এই সম্পর্কে যখন তৃতীয় কারও প্রবেশ ঘটে, তখনই ঘটে বিপত্তি। ঠিক যেমনটা ঘটেছে দুর্গাপুরে। দুর্গাপুরের লাউদোহার মাধাইপুরের বাসিন্দা সুনীতা বিশ্বকর্মাকে ভালবাসেন পাণ্ডবেশ্বরের পবন সিং। পবন ও সুনীতার দীর্ঘদিনের প্রেম। কিন্তু, সুনীতার প্রতি আবার দূর্বলতা রয়েছে রামেশ্বর মণ্ডলেরও। মাধাইপুরেরই বাসিন্দা রামেশ্বর। পেশায় তিনি লটারি বিক্রেতা। প্রেমিকার প্রতি রামেশ্বরের দূর্বলতা মেনে নিতে পারেননি পবন। এই নিয়ে দু’জনের ঠাণ্ডা লড়াই চলছিল। সেই লড়াই-ই চরম আকার নিল শনিবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৯ নাগাদ পাণ্ডবেশ্বর থেকে সুনীতার সঙ্গে দেখা করতে লাউদোহায় এসেছিলেন পবন। পবন যখন প্রেমিকার বাড়ির সামনে পৌঁছয়, তখন সেখানে ছিল রামেশ্বরও। দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই রামেশ্বর লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় পবন। উরুতে গুলি লাগে। এমনকী, পালাবার সাময়ে রামেশ্বরের পায়ের উপর দিয়ে গাড়িও চালিয়ে দেন ওই যুবক। ঘটনার পর গুলিবিদ্ধ রামেশ্বরকে প্রথমে লাউদোহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁকে ভরতি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার সকালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় রামেশ্বরকে। অস্ত্রোপচার করে গুলি বের করেছেন চিকিৎসকরা। ওই যুবকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে ফরিদপুর থানার পুলিশ। আটক করা হয়েছে পবন সিং ও তাঁর প্রেমিকা সুনীতা বিশ্বকর্মাকে।
[অ্যাম্বুল্যান্স কাণ্ডে রাতভর নার্সিংহোমে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মালিক-সহ ২
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.