রাজা দাস, বালুরঘাট: ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে টালবাহানার অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাটের লোকনাথ মন্দির চত্বর। পুলিশ এবং এলাকারবাসীর চাপে পড়ে অবশেষে ওই যুবককে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।
দক্ষিণ দিনাজপুরের তপনের ধাইনগর এলাকার বাসিন্দা ওই যুবক। শ্বশুরবাড়ি বালুরঘাটের লালমাটি এলাকায়। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় বালুরঘাটে ফেরেন ভিনরাজ্যে কর্মরত ওই যুবক। রাতভর এলাকায় ঘুরে মঙ্গলবার লালমাটির উদ্দেশ্যে রওনা হন তিনি। তাঁর সঙ্গে থাকা ব্যাগ নজরে পড়তেই সন্দেহ হয় স্থানীয়দের। সেখানেই ওই যুবককে আটকে দেন তাঁরা। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ওই যুবককে দেখে ফিরে যায়। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে গেলেও ওই যুবককে না নিয়েই ফিরে যান তাঁরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্বাস্থ্যকর্মীদের আটকে রাখেন তাঁরা। ফের ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ ও স্থানীয়দের চাপে এরপর ওই যুবককে হাসপাতালে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। সূত্রের খবর, স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই ভিনরাজ্য থেকে আসা আরও ৫ জন ওই এলাকায় আছেন।
এলাকার বাসিন্দারা বলেন, “প্রথমে স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তিকে নিয়ে যেতে চাইছিল না। পরে নিয়ে যেতে বাধ্য হয়। ওই যুবকের সঙ্গে ভিনরাজ্য থেকে ফিরেছে লালমাটি এলাকার আরও পাঁচজন। তাঁদের শারীরিক পরীক্ষা প্রয়োজন।” করোনা মোকাবিলায় যখন ত্রস্ত্র গোটা রাজ্য, সেই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের এই ভূমিকার নিন্দা করেছেন সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.