অর্ণব দাস, বারাকপুর: নৈহাটিতে কিশোরে রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার দেহ। ফেসবুকের বন্ধুর প্ররোচনায় চরম সিদ্ধান্ত নিয়েছে ওই কিশোর, এমনই দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল নৈহাটির গরিফার কুমোরপাড়া এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম কৌশিক দে (১৮)। তিনি কল্যাণী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বুধবার রাতে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পরই বিস্ফোরক দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা জানান, বছর খানেক আগে নৈহাটির গরুরফাঁড়ি এলাকার বাসিন্দা ভিকি চৌধুরীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় মৃত কৌশিকের। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
মৃতের মা জানান, তাঁর ছেলে বিকিকে দুদফায় ৭০ হাজার টাকা দিয়েছিল। সম্প্রতি দু’জনে দিঘায় বেড়াতেও গিয়েছিল। পরিবারের দাবি, মৃত্যুর আগে ভিডিও কলে কৌশিকের সঙ্গে ভিকির কথা হয়েছিল। কোনও বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। তার পরই এই ঘটনা। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ভিকির পালটা দাবি, তারা দুজনে দিঘা থেকে ঘুরে আসার পর কৌশিকের মা ওকে আলাদা করে দিয়েছিল। তারপর থেকে নিজে রান্না করে খেত সে। পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.