Advertisement
Advertisement
Nadia

কলেজ পড়ুয়া ছেলেকে মাদক ব্যবসায় নামিয়েছিলেন বাবা! পরিণতি হল ভয়ংকর

মাদক কারবার রুখতে তৎপর পুলিশ।

A youth of Nadia arrested with drugs | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 10, 2023 7:47 pm
  • Updated:October 10, 2023 7:47 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: নিজের কলেজ পড়ুয়া ছেলেকে মাদক কারবারে নামিয়েছিলেন বাবা। ভেবেছিলেন ছেলেকে দিয়ে কাজ করা যাবে সহজে। কিন্তু শেষরক্ষা হল না। মাদক-সহ পুলিশের জালে কলেজ পড়ুয়া। নদিয়ার (Nadia) পলাশিপাড়া থানার কুলগাছি এলাকা থেকে সাজিদুল শেখ নামে ওই কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পলাশিপাড়া এলাকার বড় নলদহ, কুলগাছি, পলশণ্ডা-সহ বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলে। কয়েক দিন আগে শুল্কদপ্তর বড় নলদহতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এবার গ্রেপ্তার পলাশিপাড়া থানার বড় নলদহের ছাত্র। ধৃতের কাছ থেকে ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর আদালতে তুললে পুলিশ ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ঘরের ছেলে পল্টু নেই ৩ বছর, তবু প্রথা মেনেই চলছে জৌলুসহীন মিরিটির দুর্গাপুজো]

পুলিশের দাবি, বর্তমান সময়ে মাদক কারবারিরা অনেক বেশি সচেতন হয়েছে। তাই তাঁরা নিজের কলেজ পড়ুয়া ছেলেকে কাজে লাগাতেও দ্বিধা বোধ করছে না। পুলিশ খবর পায়, বড় নলদহ থেকে এক কলেজ ছাত্র পিঠের ব্যাগে কয়েকশো গ্রাম হেরোইন নিয়ে কুলগাছির কাছে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই জায়গায় গিয়ে ওই কলেজ ছাত্রকে আটকে তল্লাশি শুরু করে। তাঁর পিঠ ব্যাগ তল্লাশি করতেই মেলে মাদক।

[আরও পড়ুন: বাবার মৃত্যুর মাস চারেক পরেই শৌচালয় থেকে মায়ের বিবস্ত্র দেহ উদ্ধার, পুলিশের নজরে ছেলে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement