Advertisement
Advertisement

Breaking News

Howrah

মদ কেনা নিয়ে বচসায় খুন? একদিন নিখোঁজ থাকার পর পাটখেতে মিলল মৎস্যজীবীর দেহ

পলাতক অভিযুক্ত।

A youth of Howrah allegedly killed by neighbour

প্রতীকী চিত্র

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 9, 2024 7:28 pm
  • Updated:June 9, 2024 7:28 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: মদ কেনাবেচা নিয়ে টানাপোড়েনের মাঝেই আচমকা উধাও যুবক। একদিন নিখোঁজ থাকার পর এলাকা থেকে উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল উদয় নারায়নপুরের উত্তর মানশ্রী এলাকায়।

জানা গিয়েছে, মৃতের নাম সমীর বাগ (৩৫)। পরিবার সূত্রে খবর, শনিবার দুপুর থেকে সমীর নিখোঁজ ছিলেন। রবিবার সকালে তাঁর মৃত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে এক কিলোমিটারের দূরে পাট খেতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, সমীর পেশায় মৎস্যজীবী। তাঁকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে চোলাই মদের কিনতে বলেছিলেন এলাকার এক মদ ব্যবসায়ী। কিন্তু সমীর ওই ব্যক্তিকে মদ দেননি। আর টাকাও ফেরত দেয়নি বলে খবর। বেশ কয়েকবার সমীরের খোঁজ ওদের বাড়ি যান ওই মদ ব্যবসায়ী। বিকেলের দিকে বাড়ি ফেরেন সমীর। সে সময় ওই ব্যবসায়ী সমীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর রাত বাড়লেও সমীর ফেরেননি। এতেই পরিবারের লোকেদের সন্দেহ হয়। তারা ওই ব্যক্তির বাড়িতে যান খোঁজ করতে। কিন্তু রাতে তাঁর খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

[আরও পড়ুন: গুলি চালিয়ে গাড়ি লুট, আসানসোল শুটআউটেও রানিগঞ্জের ডাকাতদলের যোগ?

রবিবার সকালে এলাকার একটি পাট খেত থেকে উদ্ধার হয় যুবকের দেহ। প্রতিবেশীরা গিয়ে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পরিবারের লোকের অভিযোগ, ওই মদ ব্যবসায়ীই খুন করেছেন সমীরকে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে খুনের মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

[আরও পড়ুন: চালু হল শিয়ালদহ স্টেশনের বন্ধ প্ল্যাটফর্ম, দ্রুত ভোগান্তি কমার আশ্বাস রেল কর্তৃপক্ষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement