রঞ্জন মহাপাত্র, কাঁথি: বৃষ্টির মরশুম। ফলে গত কয়েকদিন ধরেই উত্তাল সমুদ্র। এই আবহাওয়ায় দিঘায় বেড়াতে যাওয়াই কাল। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আরেকজন। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, মঙ্গলবার হুগলির তারকেশ্বর থেকে একটি রিজার্ভ বাসে পর্যটকের একটি দল দিঘায় যায়। ওঠে ওল্ড দিঘার একটি হোটেলে। তাঁদের মধ্যেই ছিলেন বছর ১৯-এর অরিন্দম দে ও তারকেশ্বর বিশ্বাস। ওইদিনই সমুদ্র উত্তাল থাকা সত্ত্বেও ওল্ড দিঘার ব্লুভি ঘাটে স্নান করতে নামে তাঁরা। অমাবস্যার কোটাল থাকায় তলিয়ে যান দু’জনই। নজরে পড়তেই নুলিয়ারা একজনকে উদ্ধার করে, পুলিশের তৎপরতায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। কিন্তু অরিন্দমের হদিশ মেলেনি। বুধবার সকালে ঘাটে ভেসে ওঠে অরিন্দমের দেহ।
পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুঃসংবাদ পেয়েই দিঘায় ছুটে গিয়েছেন অরিন্দমের পরিবারের লোকজন। কান্না ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা। তারকেশ্বর অবস্থা এখন আপাতত সুস্থ। প্রসঙ্গত, বৃষ্টির মরশুম শুরু হওয়ায় বর্তমানে কার্যত সবসময়ই উত্তাল থাকছে সমুদ্র। ফলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। তবে সেসবকে গুরুত্ব না দিয়েই সমুদ্র নামছেন অনেকে। যার জেরেই ঘটছে দুর্ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.