Advertisement
Advertisement

Breaking News

Hooghly

সাতসকালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন! উত্তাল চন্দননগর

গ্রেপ্তার অভিযুক্ত।

A youth of hooghly allegedly beaten to death | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 5, 2023 2:34 pm
  • Updated:December 5, 2023 2:34 pm  

সুমন করাতি, হুগলি: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির চন্দননগরে। মারধরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম শেখ নজরুল হোসেন। চন্দননগরের চালকে পাড়া এলাকার বাসিন্দা তিনি। মঙ্গলবার সকালে ভাঙাচোরা জিনিস বিক্রি করতে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই এক যুবক চোর সন্দেহে শেখ নজরুল হোসেনকে আক্রমণ করে। এর পর এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যান। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন নজরুল।

Advertisement

[আরও পড়ুন: পুলিশের সামনেই বোমাবাজি! পুরনো বিবাদের জেরে রাতভর উত্তপ্ত ধুলিয়ান]

আত্মীয় পরিজনরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চন্দননগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। ধৃতের নাম শানু চট্টোপাধ্যায়। চন্দননগরের নিচুপট্টি এলাকার বাসিন্দা সে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না সে বিষয়েও খতিয়ে দেখছে চন্দননগর থানার পুলিশ।

[আরও পড়ুন: জমি হাতাতে স্বামীকে চাপ! শিলিগুড়িতে মা-মেয়ের রহস্যমৃত্যুতে নাম জড়াল তৃণমূল নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement