Advertisement
Advertisement
Canning

অশান্তির মাঝেই শ্যালকের অণ্ডকোষে কামড় জামাইবাবুর! তারপর…

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ঘুটিয়ারি শরিফে।

A youth of Canning allegedly attacked by Brother in law
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 17, 2024 2:10 pm
  • Updated:December 17, 2024 2:10 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিয়মিত বাড়িতে অশান্তি করেন জামাইবাবু। তার প্রতিবাদ করাতেই ভয়ংকর কাণ্ড। রাগে শ্যালকের অণ্ডকোষে কামড় বসালেন যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঘুটিয়ারি শরিফে। আক্রান্ত যুবক ভর্তি হাসপাতালে।

জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম রবীন মণ্ডল। ঘুটিয়ারি শরিফের মাকালতলার বাসিন্দা তিনি। সেখানেই থাকেন তাঁর দিদি ও জামাইবাবু মুন্না সাউ। অভিযোগ, কোনও কাজ করেন না মুন্না। উলটে প্রতিদিন বাড়িতে অশান্তি করেন। স্ত্রীকে মারধর করেন। এই অশান্তিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন পরিবারের সকলেই। সোমবার রাতে মুন্নার অত্যাচার চরমে ওঠে। এক পর্যায়ে প্রতিবাদ করেন রবীন। তাতেই মেজাজ হারান মুন্না। অভিযোগ, সটান শ্যালকের অণ্ডকোষে কামড় বসান তিনি। রক্তাক্ত হয়ে যান যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

আক্রান্ত যুবক জানিয়েছেন, এই ঘটনা প্রথম নয়। অশান্তি হত প্রায় প্রতিদিনই। এর আগেও রবীনকে আক্রমণ করেছিলেন তাঁর জামাইবাবু। সেই সময় কানে কামড় বসিয়েছিলেন গুণধর। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ও তাঁর পরিবারের সদস্যরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement