Advertisement
Advertisement

Breaking News

Birbhum

দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর! ভয়ে ‘আত্মঘাতী’ স্বামী

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের রামপুরহাটে।

A youth of Birbhum allegedly killed himself

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 15, 2024 8:18 pm
  • Updated:July 15, 2024 8:18 pm  

নন্দন দত্ত, বীরভূম: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর। আতঙ্কে আত্মঘাতী স্বামী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের রামপুরহাটে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মৃতের স্ত্রী।

জানা গিয়েছে, বীরভূমের রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছোট্টু দাস ও তাঁর স্ত্রী রিম্পা। বছর সাতেক আগে প্রেম করে বিয়ে করে তাঁরা। দম্পতির এক সন্তান রয়েছে। প্রতিবেশী সূত্রে খবর, শনিবার কোনও কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় ছোট্টুর। পরেরদিন সকালে স্বামীর বিরুদ্ধে রামপুরহাট থানার দ্বারস্থ হন রিম্পা। বিষয়টি জানামাত্রই আতঙ্কিত হয়ে পড়েন ছোট্টু। এর পর বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ভোট টানতে ‘সাজানো’ হামলা? ট্রাম্প প্রাণে বাঁচতেই জোর চর্চা মার্কিন মুলুকে]

এর পরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রিম্পা। নজরে পড়তেই ছোট্টু স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করেন হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়, মহিলার অবস্থা আশঙ্কাজনক। একে থানায় অভিযোগ, তার উপর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইয়ের জোড়া ফলায় প্রবল ভীত হন ছোট্টু। এর পরই আত্মঘাতী হন যুবক। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ৬ মাসে হত অন্তত ৪০০! মার্কিনমুলুকে আতঙ্কের অপর নাম বন্দুকবাজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement