Advertisement
Advertisement

Breaking News

Bardhaman

শিব পুজো দিতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বর্ধমানের যুবকের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

A Youth of Bardhaman electrocuted to death | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 10, 2023 4:28 pm
  • Updated:August 10, 2023 4:28 pm  

ধীমান রায়, কাটোয়া: রথযাত্রার সময় হাইটেনশন বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতজনের মর্মান্তিক মৃত্যু দেখেছেন দেশবাসী। তাতেও শিক্ষা হয়নি। অসচেতনতা রয়েই গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া (Kawta) থেকে বর্ধমানেশ্বর শিবের পুজোর জন্য গঙ্গাজল নিয়ে যাওয়ার সময় হাতে থাকা ত্রিশূল বিদ্যুতের তারে লেগে মৃত্যু হল এক পুন্যার্থীর। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ কাটোয়া পাঁচঘড়া বাইপাস রোডে এই দুর্ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে গাড়িতে থাকা বাকি পুন্যার্থীরা।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভ পণ্ডিত(২৩)। তার বাড়ি বর্ধমান শহরের মিড্ডেডাঙ্গা এলাকায়। বাবা মায়ের একমাত্র পুত্র ছিলেন সৌরভ। প্রতিবছর শ্রাবণ মাসের ২৫ তারিখ বর্ধমান শহরের ঐতিহ্যমণ্ডিত শিবমূর্তি বর্ধমানেশ্বরের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়। আর বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার বাসনা নিয়ে প্রতিবছরই হাজার হাজার পুন্যার্থী কাটোয়া শহরে গঙ্গাজল আনতে যান। অধিকাংশ পুন্যার্থীই গাড়িতে চড়ে আগের দিন রওনা দেন। আর গঙ্গা থেকে জল তুলে বাঁক কাঁধে পায়ে হেঁটে কাটোয়া থেকে বর্ধমানেশ্বর মন্দির পর্যন্ত যান। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যায় বিশেষ করে কাটোয়া মযিঘাটের কাছে গঙ্গাজল নিতে হাজার হাজার পুরুষ মহিলা পুন্যার্থীর ভিড়।

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ খারিজ, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি মানিকের]

পুন্যার্থীদের পাশাপাশি একটি লরি করে বেশকয়েকজন যুবক বর্ধমান থেকে কাটোয়া আসেন। তারা লরিতে করেই ফিরছিলেন। ঠিক ছিল জাজিগ্রাম বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে তারা বর্ধমানের দিকে রওনা দেবেন। জাজিগ্রাম বাসস্ট্যান্ডের কিছুটা আগেই কাটোয়া পাঁচঘড়া বাইপাসের কাছে ঘটে মর্মান্তিক ঘটনা। গাড়িতে থাকা এক পুন্যার্থী রূপক যশ বলেন, “সৌরভের হাতে ছিল স্টিলের তৈরি একটি ত্রিশূল। গাড়িতে আসার সময় ওই ত্রিশুলটি রাস্তায় উপর দিয়ে যাওয়া হাইটেশন লাইনের তারে ঠেকে যায়। মুহুর্তের মধ্যে ছিটকে পড়ে সৌরভ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বর্ধমানেশ্বর শিবের পুজোয় জল আনতে যাওয়া পুন্যার্থীদের জন্য বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ খাদ্য পানীয়ের ব্যবস্থা করেন। মঙ্গলকোটের কৈচর, নিগন থেকে শুরু করে ভাতার, বলগোনা প্রভৃতি এলাকায় স্থানীয়রা পুন্যার্থীদের জন্য সেবার ব্যবস্থা রাখেন। তবে পুন্যার্থীরা কাটোয়ার দিকে যাওয়ার সময় তাদের গাড়িতে তারস্বরে ডিজে বাজতে দেখা যায়। অনেকে উঁচু গাড়িতে চেপে নাচানাচিও করে। অনেকেই অসাবধান থাকেন। এই অসাবধানতার কারণেই একটি তরতাজা প্রাণ অকালে হারিয়ে গেল। এমনটাই আক্ষেপ স্থানীয়দের।

[আরও পড়ুন: তৃতীয় লাইনে বদল, কমতে পারে দুই মেট্রোর মধ্যে সময় ব‌্যবধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement