Advertisement
Advertisement
গণপিটুনি

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে গণপিটুনিতে খুন যুবক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, দাবি তৃণমূুলের৷

A youth mudered by lynching in Nabadwip,TMC accussed
Published by: Sucheta Sengupta
  • Posted:July 5, 2019 9:55 pm
  • Updated:July 5, 2019 9:55 pm  

পলাশ পাত্র, তেহট্ট:  ‘জয় শ্রীরাম’ ধ্বনি এবং ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বলে গণপিটুনিতে খুন এক যুবক৷ মর্মান্তিক ঘটনা নদিয়ার নবদ্বীপ থানা অন্তর্গত স্বরূপগঞ্জ এলাকা৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ মৃত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে৷ এনিয়ে শনিবার নবদ্বীপে বনধ ডাকার হুমকিও দেওয়া হয়েছে৷

[আরও পড়ুয়া: চোখের সামনে মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট ছেলের, বাঁচাতে গিয়ে প্রাণ হারাল মা ও বোন]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম কৃষ্ণ দেবনাথ, বয়স ৩১ বছর৷ বাড়ি স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাগানেপাড়ার বাসিন্দা কৃষ্ণ৷ ঘটনাটি ঘটে বুধবার রাতে গাদিগাছা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ মদ্যপ যুবক কৃষ্ণ নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে যান চলাচলে বাধা দিচ্ছিলেন৷ অভিযোগ, তারপরই তিন যুবক তাঁর উপর চড়াও হয়৷ চলে মারধর৷ সেসময় কৃষ্ণ ‘জয় শ্রীরাম’ এবং ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বলে স্লোগান তুলেছিলেন বলেও জানাচ্ছেন কেউ কেউ৷ তাঁকে উদ্ধার করে পুলিশ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়৷ এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় কৃষ্ণের৷ এই ঘটনায় ইন্দ্রজিৎ দেবনাথ, শংকর দেবনাথ ও  গোবিন্দ দেবনাথ নামে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায়৷

Advertisement

মৃতের পরিবার জানিয়েছে, চেন্নাই আইটিসিতে কর্মরত কৃষ্ণ৷ ছুটি নিয়ে বাড়ি ফিরেছে৷ তারই মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া বাড়িতে৷ যদিও এই মৃত্যুর ঘটনায় রাজনীতির যোগ উড়িয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ উলটে তাদের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি৷ আরেকদিকে বিজেপি জেলা সভাপতি মহাদেব সরকারের দাবি, তৃণমূলই একাজ করেছে৷ শনিবারের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে রবিবার বিজেপির ডাকে নবদ্বীপ বনধ পালিত হবে বলেও হুঁশিয়ারি তাঁর৷ পুলিশ তদন্তে নেমেছে৷

[আরও পড়ুয়া: ভোটের ফল ‘টাই’, বীরভূমে লটারিতে জিতে পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল]

আরেকদিকে, এদিনই পলাশিপাড়া থানা এলাকার চৌগাছায় জল ফেলা কেন্দ্র করে দুই প্রতিবেশীর অশান্তি বাঁধে৷ সেখান থেকে মারধর শুরু হয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দীর্ঘক্ষণ সেখানে আটকে রাখা হয় পুলিশকর্মীদের৷ সন্ধের পর আরও পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে৷ এনিয়ে এলাকায় চাপা উত্তেজনা আছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement