মর্মান্তিক!
সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: ধূমপান করার তো প্রশ্নই ওঠে না৷ ট্রেনে কেরোসিন, পেট্রলের মতো দাহ্য পদার্থ নিয়ে যাওয়াও নিষিদ্ধ৷ তবে পান বা গুটখা নিয়ে তেমন কোনও বাধা নিষেধ নেই৷ আর সেই গুটখা নেশাই প্রাণ কাড়ল এক যাত্রী৷ পিক ফেলতে গিয়ে পোস্টের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেলেন এক ব্যক্তি৷ বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া বাগনানে৷
[ট্রাকচালকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য উলুবেড়িয়ায়]
মৃতের নাম হাসাদ আলি কাজী৷ বয়স মাত্র ২৮ বছর৷ বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়৷ রেল পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে পরিবারের সঙ্গে দিঘা যাচ্ছিলেন তিনি৷ হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে মেচেদা হয়ে দিঘা যাওয়ার পরিকল্পনা ছিল হাসাদের পরিবারের৷ কিন্তু, মেচেদার যাওয়ার পথে ঘটল বিপর্যয়৷ চলন্ত ট্রেন থেকে মারা গেলেন বছর আঠাশের হাসাদ আলি কাজী৷ ট্রেন তখন সবেমাত্র বাগনান স্টেশন পেরিয়ে দুর্লভপুর লেভেল ক্রসিংয়ে কাছে পৌঁছেছে৷ পরিবারের লোকেদের দাবি, চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে গুটখার পিক ফেলতে গিয়েছিলেন হাসাদ৷ রেললাইনে পাশে একটি পোস্টে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান তিনি৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি চেন টেনে ট্রেন থামিয়ে দেন হাসাদের পরিবারের লোকেরা৷ কিন্তু, ততক্ষণে মারা গিয়েছেন ওই যুবক৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাগনান স্টেশন থেকে সামান্য দূরে দুর্লভপুর লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইনের ধারে ওই পোস্টটি বিপজ্জনক হয়ে উঠেছে৷ এরআগেও ওই পোস্টে ধাক্কা খেয়ে প্রাণ দিয়েছে রেলযাত্রীদের৷ বারবার জানানো সত্ত্বেও রেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷
[পারিবারিক বিবাদে লুট মাধ্যমিকের মার্কশিট-সার্টিফিকেট! প্রশাসনের দ্বারস্থ তরুণী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.