ফাইল ছবি।
অতুলচন্দ্র নাগ, ডোমকল: শ্বশুরবাড়িতে গিয়ে জামাইয়ের রহস্যমৃত্যু৷ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ৷ চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকলে৷ ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকেরা৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক ছিল৷ বিয়ের পর প্রায়ই পালিয়ে যাওয়ার হুমকিও দিতেন তিনি৷ শ্বশুরবাড়ির লোকেরা জামাইকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে৷ খোঁজ নেই মৃতের স্ত্রীরও৷
[শাসকদলকে ভোট না দেওয়ার মাশুল! ইদে নমাজ পড়তে পারল না ৭টি মুসলিম পরিবার]
মৃতের নাম নুরাবুল ইসলাম৷ মাত্র ১১ মাসে আগে ডোমকলের আমিনাবাদের বাসিন্দা সামিমা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল বছর ছাব্বিশের ওই যুবকের৷ নুরাবুলের পরিবারের লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি লেগেই থাকত৷ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়ার হুমকি দিতেন সামিমা৷ ইদের দু’দিন আগে আমিনাবাদে বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি৷ শনিবার ছিল ইদ৷ সেদিন সন্ধ্যায় ফোন করে নুরাবুলকে আসতে বলেন সামিমার বাড়ির লোকেরা৷ রাতে শ্বশুরবাড়ি যান নুরাবুল৷ রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷
নুরাবুল ইসলামের পরিবারের লোকের জানিয়েছেন, রবিবার সকালে সামিমার বাপের বাড়ির প্রতিবেশীরাই প্রথম বছর ছাব্বিশের ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান৷ তাঁরা ফোন করে নুরাবুলের বাড়িতে খবর দেন৷ মৃতের আত্মীয় আজিজুল ইসলাম জানিয়েছেন, তাঁরা যখন নুরাবুল ইসলামের শ্বশুরবাড়িতে পৌঁছন, তখন বাড়িতে কেউ ছিল না৷ একটি ঘরে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় নুরাবুলের দেহ ঝুলছিল৷ তাঁর অভিযোগ, বিয়ের আগে সামিমার সঙ্গে এলাকারই এক যুবকের সম্পর্ক ছিল৷ জামাইকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরাই৷ এমনকী, নুরাবুল ইসলামের গলায় আঙুলের ছাপও দেখেছেন বলে দাবি তাঁর আত্মীয়ের৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি৷ সামিমা-সহ তাঁর বাপের লোকেরা পলাতক৷
[কারখানার পুরু লাল ধোঁয়ায় ঢেকেছে আকাশ, আতঙ্ক দুর্গাপুর ইস্পাত নগরীতে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.