ছবি: প্রতীকী
শাহাজাদ হোসেন, ফরাক্কা: লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। ফলে দু’বেলা দু’মুঠো জোগাতে নতুন নতুন পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে কম বেশি প্রত্যকেই। আর উপার্জনের আশায় আচমকা পেশা বদলেই মর্মান্তিক পরিণতি হল মুর্শিদাবাদের এক যুবকের। সজনে শাক পারতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, শুক্রবার সকালে সাইকেলে এক যুবক সুতির আলমপুরে যান। ওই এলাকা সজনে গাছে ভরা। তাই গ্রামবাসীদের অনুমতি নিয়ে যুবক গাছ থেকে সজনে শাক তুলতে শুরু করেন। উদ্দেশ্য ছিল, ওই শাক বিক্রি করে কিছু উপার্জন করা। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। গাছে ওঠার কিছুক্ষণ পরই আচমকা গাছ থেকে ছিটকে পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সূত্রের খবর, গাছের উপরে থাকা বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হওয়ায় এই বিপত্তি।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমর ভাস্কর জানান, ওই যুবকসকালে বিভিন্ন গাছ থেকে সজনে শাক পেড়ে সাইকেলে তা বেঁধে রাখছিল। লকডাউনের বাজারে কাজ নেই, তাই সজনে শাক বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করত। আচমকা দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, ওই যুবক কে, কোথাকার বাসিন্দা সে বিষয়ে এখনও কোনও তথ্যই পাওয়া যায়নি। তবে গ্রামবাসীদের অনুমান আশপাশের কোনও গ্রামেই তাঁর বাড়ি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.