Advertisement
Advertisement
আত্মঘাতী

সোনার হার না পেয়ে ভিডিও কলে আত্মহত্যার প্ররোচনা প্রেমিকার, আত্মঘাতী যুবক

অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

A youth committed suicide in Garia, Police started investigation
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 5, 2019 10:01 am
  • Updated:December 5, 2019 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবি মতো দামি উপহার দিতে পারেননি, তাই মিলেছে গঞ্জনা। অশান্তির জেরে অবসাদে আত্মঘাতী যুবক। ভিডিও কলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা। ঘটনাটি ঘটছে গড়িয়ায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ।

জানা গিয়েছে, গড়িয়ার বাসিন্দা মানস রানা নামে ওই যুবক। একই এলাকায় বাড়ি প্রেমিকা পল্লবী কুনারের। ছোট থেকে একই সঙ্গে পড়াশোনা করেছেন পল্লবী ও মানস। সময়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে দু’জনের মধ্যে। বছর দুয়েক আগে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে তাঁরা। প্রথম দিকে স্বাভাবিক ছন্দেই চলছিল সবকিছু। অভিযোগ, কিছুদিন পর থেকেই মানসের কাছ থেক দামি উপহার দাবি করতে শুরু করে পল্লবী। তা দিতে না পারলেই শুরু হত অশান্তি। বাধ্য হয়ে সামর্থের বাইরে গিয়েও প্রেমিকার দাবি পূরণের চেষ্টা করতেন মানস। সূত্রের খবর, কিছুদিন আগে ওই তরুণী মানসের কাছে একটি সোনার হার দাবি করে। কিন্তু তা দেওয়া সম্ভব ছিল না ওই যুবকের পক্ষে। এই নিয়ে শুরু হয় অশান্তি।

Advertisement

[আরও পড়ুন: ‘ছুটি পেলে এটা হত না’, খুন করে আত্মঘাতী ITBP জওয়ান ছেলের হয়ে সাফাই মায়ের]

কয়েকদিন আগে মানস জানতে পারে আগেই অন্য এক যুবকের সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়েছে পল্লবীর। এই নিয়ে প্রশ্ন করতেই দ্বন্দ্ব বাড়তে শুরু করে যুগলের মধ্যে। এই পরিস্থিতিতে বুধবার বাড়ি থেকে উদ্ধার হয় মানসের দেহ। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের অভিযোগ, ভিডিও কলে প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল পল্লবী। পরিবারের তরফে তরুণীর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তরুণীকে। মৃত্যুর আগে প্রেমিকার সঙ্গে ঠিক কী হয়েছে মানসের, তা জানতে মৃতের মোবাইল ফোনটি খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। 

[আরও পড়ুন: সহকর্মীর গুলিতে মৃত্যু বাংলার ২ ITBP জওয়ানের, তদন্তের দাবি শোকে পাথর পরিজনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement