নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ফের তুচ্ছ কারণে আত্মঘাতী হলেন এক যুবক। জানা গিয়েছে, বাবার কাছে দামি বাইকের আবদার জানিয়েছিল দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। কিন্তু তা দিতে পারেননি বাবা। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন ওই যুবক। তবে আদৌ কি বাইকের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক? তা জানতে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
জানা গিয়েছে, সন্দীপ পাল নামে বছর ২১-এর ওই যুবক বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। বরাবরই শান্ত স্বভাবের বলেই এলাকায় পরিচিত তিনি। আর পরিবারের একমাত্র সন্তান হওয়ায় বাবা-মায়ের কাছে বরাবরই একটু বেশি আহ্লাদ পেয়েছেন সন্দীপ। যা চেয়েছেন পরিবারের তরফে চেষ্টা করা হয়েছে দাবি পূরণ করার। জানা গিয়েছে, কয়েকদিন যাবৎ বাবার কাছে একটি দামি বাইকের আবদার করেন সন্দীপ। কিন্তু ব্যবসার হাল খারাপ হওয়ার কারণে ছেলের দাবিপূরণ করতে পারেননি সন্দীপের বাবা। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে অশান্তি শুরু হয়। অশান্তির কারণে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে শুরু করে সন্দীপ।
পরে বুধবার বিকেলে বাড়িতে একাই ছিলেন সন্দীপ। হঠাৎই প্রতিবেশীদের নজরে পড়ে ধরে ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ওই পড়ুয়া। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপর খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ খবর পেয়ে দেহটি ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইক না পেয়ে অভিমানে আত্মঘাতী হয়েছেন সন্দীপ। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা জানতে যুবকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। পাশাপাশি, মৃতের সহপাঠীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। আচমকা ছেলের এহেন আচরণে ভেঙে পড়েছেন সন্দীপের পরিবারের সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.