Advertisement
Advertisement

Breaking News

Suicide

ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকা নতুন সম্পর্কে জড়ানোয় চরম সিদ্ধান্ত?

তরুণীর বাড়িত ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার।

A youth commits suicide in Basirhat, West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 26, 2022 10:54 am
  • Updated:April 26, 2022 7:14 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: বসিরহাটে (Basirhat) যুবকের রহস্যমৃত্যু। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘর থেকে উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতের বন্ধুদের দাবি, সম্পর্কে টানাপোড়েনের কারণেই আত্মঘাতী হয়েছে ওই যুবক। ক্ষোভে তরুণীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে খবর। পরে পুলিশ আয়ত্তে আনে পরিস্থিতি।

বিষয়টি ঠিক কী? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের (Basirhat) ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবকের নাম সৌরভ দাস। বাদুড়িয়ার এক কলেকছাত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন সৌরভ ওরফে সানি। মৃতের বন্ধুদের দাবি, সম্প্রতি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। প্রেমিকা দূরত্ব বাড়াতে শুরু করেছিল সানির সঙ্গে। অভিযোগ, অন্য সম্পর্কে জড়িয়েছিল তরুণী। যার কারণে পুরনো প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের জন্য মরিয়া হয়ে উঠেছিল সে। শোনা যাচ্ছে, সোমবার বিকেলেও প্রেমিকার সঙ্গে ফোনে কথা হয় ওই যুবকের। কথা কাটাকাটিও হয়।

Advertisement

[আরও পড়ুন: অঙ্গনওয়াড়িতে পড়ুয়াদের গরম থেকে বাঁচতে দিতে হবে ফ্যান, দাবিতে বিক্ষোভ অভিভাবকদের]

প্রেমিকার সঙ্গে মৃত যুবক।

জানা গিয়েছে, এরপরই কিছুক্ষণ পর ঘর থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। মৃতের বন্ধুদের অভিযোগ, প্রেমিকার কারণেই আত্মহত্যা করেছেন সানি। খবর পেয়েই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর মৃত যুবকের বন্ধুরা দেহটি নিয়ে বসিরহাট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আঠুরিয়ায় তরুনীর বাড়িতে হাজির হন। সেখানে তরুনীকে না পেয়ে তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় মোটর বাইকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন: সুস্থ হচ্ছে বাংলা, নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় নেই মৃত্যুও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement