Advertisement
Advertisement

Breaking News

Howrah

গরুচোর সন্দেহে যুবককে বেঁধে গণপিটুনি, জ্বালানো হল ম্যাটাডোর, উত্তপ্ত ডোমজুড়

মারধরের ঘটনায় আটক ৬।

A youth beaten up by mob in Howrah | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 23, 2022 10:39 am
  • Updated:October 23, 2022 10:44 am  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: গরুচোর সন্দেহে যুবককে বেঁধে রেখে গণপিটুনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah) জোমজুড়ের পাকুড়িয়ায়। জ্বালানো হল ম্যাটাডোর। পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। মারধরের ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে।

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার রাতে ডোমজুড়ের পাকুড়িয়ার বাসিন্দারা দেখতে পান কয়েকজন যুবক একটি গরুকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাঁরা ওই যুবকদের ধাওয়া করে। তিনজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়। রাতে মহম্মদ ইজহার নামে ওই  যুবককে বেঁধে রেখে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। অভিযোগ, গরু চুরির উদ্দেশ্যে ওই এলাকায় ঢুকে ছিল ওই চারজন। বাসিন্দাদের গরু নিয়ে চম্পট দেওয়ার জন্য সঙ্গে এনেছিল ম্যাটাডোর। যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিরাত গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগুন ধরিয়ে দেওয়া হয় ম্যাটাডোরটিতে।

Advertisement

[আরও পড়ুন: ‘অত্যাচারীরাই মাথার উপরে বসে’, নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা আদি-নেতাদের]

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে আক্রান্ত যুবককে উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর। পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি। আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, আক্রান্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আক্রান্ত যুবকের সঙ্গীদেরও খোঁজ করা হচ্ছে।

[আরও পড়ুন: চরম প্রতিশোধ! ট্রেনে মদ্যপানের প্রতিবাদ, হাজার কিলোমিটার পেরিয়ে বাবার সহযাত্রীকে মার ছেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement