Advertisement
Advertisement

Breaking News

গণপিটুনি

পরিচারিকাকে নিয়ে পালিয়ে জেলে, মুক্ত হওয়ার পরই গণপিটুনিতে খুন ব্যক্তি

পরিচারিকার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের।

A youth beaten to death in Maldah's Sharbarigram

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 20, 2019 3:46 pm
  • Updated:August 20, 2019 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির৷ পরিচারিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়৷ মঙ্গলবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ মালদহের শর্বরীগ্রামের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

[আরও পড়ুন: সম্পত্তি লিখে দিতে নারাজ, বাবাকে খুনে অভিযুক্ত ছেলে]

ভূপাল প্রামাণিক নামে ওই ব্যক্তির বাড়িতে এক তরুণী পরিচারিকার কাজ করতেন৷ তাঁর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ভূপাল৷ মাসছয়েক আগে তরুণীকে নিয়ে পালিয়ে যান তিনি৷ গৃহকর্তার বিরুদ্ধে পরিচারিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করে তরুণীর পরিবার৷ মালদহ থানায় অভিযোগও দায়ের করেন তাঁর পরিজনরা৷ এলাকায় তরুণীকে নিয়ে ফিরে আসার পর পুলিশ ভূপালকে গ্রেপ্তার করে৷ জেল হেফাজত থেকে জামিনে মুক্তি পেয়ে সোমবারই বাড়ি ফেরেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: কাটমানি ফেরত চাওয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ! কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য]

অভিযোগ, এরপরই সোমবার পরিচারিকার পরিজনেরা তাঁর বাড়িতে হামলা চালায়৷ ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা হিসাবে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকার করেন ভূপাল। আর তারপরই তাঁর উপর চড়াও হন পরিচারিকার পরিজনেরা৷ ভূপালকে ঘিরে ধরে শুরু হয় গণধোলাই। স্থানীয়রাই ছুটে এসে ভূপাল প্রামাণিককে উদ্ধার করেন৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিচারিকার পরিবারের বিরুদ্ধে মালদহ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement