Advertisement
Advertisement
খুন

মহিলাকে কটূক্তির জের, দত্তপুকুরে পিটিয়ে খুন যুবককে

এখনও থমথমে এলাকা।

A youth beaten to death in Duttapukur area on last night

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 1, 2020 11:25 am
  • Updated:January 1, 2020 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাকে কটূক্তির জের। অভিযুক্তকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। অশান্তি আয়ত্তে আনতে নামানো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও থমথমে এলাকা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধেয়। জানা গিয়েছে, দত্তপুকুরের মেলার মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, সেখানে দুই যুবক ওই মহিলাকে কটূক্তি করে। ওই মহিলা গোটা বিষয়টি পাশের একটি ক্লাবে গিয়ে জানান। এরপর সেই ক্লাবের বেশ কয়েকজন অভিযুক্তদের উপর চড়াও হন। বেধড়ক মারধর করে। মারধরের জেরে মৃত্যু হয় এক যুবকের। ওই যুবকের মৃত্যুর খবর তাঁদের এলাকায় পৌঁছতেই সেখানকার বাসিন্দারা ওই ক্লাবের সদস্যদের উপর চড়াও হয়। ভাঙচুর করা হয় এলাকার একাধিক দোকানপাট। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয় ব়্যাফ।

Advertisement

[আরও পড়ুন:গলসিতে ভয়াবহ দুর্ঘটনা, বালি বোঝাই লরি চাপা পড়ে মৃত দুই শিশু-সহ ৫]

পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই হদিশ মিলবে অভিযুক্তদের। তবে ঘটনার পর বুধবার সকালেও থমথমে এলাকা। লোকজনের দেখা নেই বললেই চলে, এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement