ছবি : প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকদিনের মতোই রবিবারও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন যুবক। যা নিয়ে তুমুল অশান্তি শুরু হয় স্ত্রীর সঙ্গে। পরিণতি হল মর্মান্তিক। রাগের বশে স্বামীকে পিটিয়ে খুন করল বধূ! ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের রঞ্জিত ওরাঁও। স্ত্রীকে নিয়ে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি চা বাগানের মুন্সি লাইনে থাকতেন তিনি। কাজ শেষে নিয়মিত মদ্যপ অবস্থায় ফিরতেন বাড়িতে। যা একেবারেই পছন্দ ছিল না রঞ্জিতের স্ত্রীর। ফলে তা নিয়ে নিত্য অশান্তি হত তাঁদের মধ্যে। সূত্রের খবর, রবিবার সন্ধেয়ও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ওই যুবক। স্ত্রীর সঙ্গে শুরু হয় বচসা। তখনই আচমকা রাগের বশে ভারী কাঠ দিয়ে রঞ্জিতের মাথায় আঘাত করে তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ঘরে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার কানে পৌঁছতেই ছুটে দিয়ে প্রতিবেশীরা দেখেন মাটিতে পড়ে রয়েছে রঞ্জিতের নিথর দেহ।
এরপর প্রতিবেশীরাই গোটা বিষয়টি জানায় বানারহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহ। গ্রেপ্তার (Arrest) করা হয় অভিযুক্তকে। আজই আদালতে তোলা হয়েছে ধৃতকে। প্রতিবেশীদের কথায়, নিয়মিত ওই দম্পতির মধ্যে অশান্তি হতো। অনেক সময় তাঁরাও বুঝিয়েছেন। কিন্তু সেই অশান্তির ফল যে এতটা মারাত্মক হতে পারে, তা ভাবতে পারেননি কেউই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.